লোনাভালার সাধের বাংলো বিক্রি করে দিলেন রোহিত শর্মা
লোনাভালাতে ২০১৬ সালের জানুয়ারি মাসে ৬ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)।
মুম্বইয়ের (Mumbai) কাছেই লোনাভালা (Lonavala)। আর পাহাড়ের মনোরম পরিবেশে মন প্রাণ খুলে শ্বাস নিতে হামেশাই ছুটে যান বহু মানুষ। সেলিব্রেটি থেকে শুরু করে ক্রিকেটার কেউই বাদ থাকে না সেই তালিকায়। সেই লোনাভালাতেই ২০১৬ সালের জানুয়ারি মাসে ৬ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু সেই সাধের বাংলোই এ বার বিক্রি করে দিলেন হিটম্যান। ৭৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের। যদিও হঠাৎ করে বাংলোটি বিক্রি করার কারণ পরিস্কার নয়।
এক সূত্রের মারফত জানা গেছে, পাহাড়ে ঘেরা লোনাভালায় রোহিতের যে বাংলোটি ছিল সেটি কিনেছেন মুম্বইয়ের বাসিন্দা সুষমা অশোক সারাফ নামের এক মহিলা। ৫.২৫ কোটি টাকায় রোহিতের বাংলো কিনেছেন তিনি। তবে, হিটম্যান বাংলোটি কেন বিক্রি করলেন তার কারণ যেমন জানা যায়নি, তেমনই এই ক্রেতার পরিচয়ও বিশেষ জানা যায়নি।
৬৩২৯ স্কোয়ার ফিট জায়গায় ওপর তৈরি এই বাংলোটি চলতি বছরের মে মাসে বিক্রি করে দেন রোহিত। গত ১ জুন বাংলোটির রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ন হয়েছে। বর্তমানে মুম্বইয়ের ওরলিতে আহুজা অ্যাপার্টমেন্টের ২৯ তলায় সপরিবারে থাকেন রোহিত শর্মা।
উল্লেখ্য, অনেক ক্রিকেটারই পরিবারের সঙ্গে ছুটিতে সময় কাটানোর জন্য আলাদা বাংলো, বাড়ি কিনে থাকেন। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও রাঁচিতে নিজের ফার্মহাউস রয়েছে। মাঝেমধ্যেই সেখানে সপরিবারে সময় কাটাতে দেখা যায় মাহিকে। রোহিত শর্মারও সেরকমই এই বাংলোটি ছিল, পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য। তবে এবার সেটা বিক্রি করে দিলেন তিনি।
বর্তমানে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন রোহিত শর্মা। লন্ডনের রাস্তায় মেয়ে সামাইরা ও স্ত্রী রিতিকার সঙ্গে সময় কাটানোর ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এবার রোহিতদের লক্ষ্য ৫ ম্যাচের ইংল্যান্ড সিরিজ।