Anil Kumble: ভারতীয় দলে আরও অলরাউন্ডার প্রয়োজন: কুম্বলে

Indian Cricket Team: ব্যাট ও বল দুই করতে পারেন এ রকম ক্রিকেটার ভারতীয় দলে বেশি প্রয়োজন। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।

Anil Kumble: ভারতীয় দলে আরও অলরাউন্ডার প্রয়োজন: কুম্বলে
অনিল কুম্বলে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 7:02 PM

নয়াদিল্লি: ক্রিকেটের টি ২০ ফর্ম্যাটে পাওয়ার হিটারের গুরুত্ব অনেক বেশি। ভারতীয় দলের এ রকম কয়েক জন ব্যাটার প্রয়োজন যাঁরা বড় শট খেলতে সমর্থ। এর পাশাপাশি ব্যাট ও বল দুই করতে পারেন এ রকম ক্রিকেটার ভারতীয় দলে বেশি প্রয়োজন। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।

২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে গো-হারা হেরেছে ভারতীয় ক্রিকেট দল। ১০ উইকেটে সেই লজ্জার হারের পর থেকেই ভারতীয় দল নিয়ে একাধিক প্রশ্ন মাথা দিচ্ছে। দলের কিছু ক্রিকেটারকে নিয়ে যেমন প্রশ্ন উঠছে। পাশাপাশি দলের ধীরগতিতে ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এ নিয়ে নিজের মত জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।

একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনিল কুম্বলে বলেছেন, “বিশ্বকাপে যা দেখলাম, তাতে নিশ্চিত কিছু করতে হবে। আমরা অনেক সময় বোলারদের ব্যাট করতে পারার কথা বলি। কিন্তু ভারতীয় ক্রিকেটে ব্যাটারকে বল করতে জানতে হবে টিমে ভারসাম্য আনতে। ঠিক যেটা ইংল্য়ান্ডের রয়েছে।” তিনি আরও বলেছেন, “ইংল্যান্ডের কাছে অনেক বেশি বিকল্প রয়েছে। তাঁরা লিয়াম লিভিংস্টোনকে ব্যবহার করেছে। মইন আলিও বল করেছে। এই বিকল্প একটা দলে থাকা প্রয়োজন।”

ভারতীয় এ দলেও অলরাউন্ডার কম থাকায় হতাশ কুম্বলে। তিনি বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক ভারতীয় এ দলেও এ রকম ব্যাটারের সংখ্যাই বেশি যাঁরা বলতে করতে পারেন না। এটার পরিবর্তন দরকার।” কুম্বলে মনে করেন জাতীয় দলে প্রত্যেক ক্রিকেটারের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া উচিত। সে কেবল জাতীয় দলেই সেই ভূমিকা পালন করবে এমন নয়, যখন ঘরোয়া ক্রিকেট খেলবে তখনও একই ভূমিকায় অবতীর্ণ হবে। তা করতে পারলে দলের শক্তি আরও বাড়বে বলে মত কুম্বলের।

প্রয়োজনে বল করতে পারে এমন ব্যাটারের প্রয়োজনীয়তা বলতে আসলে দলে অলরাউন্ডারের দরকারই বুঝিয়েছেন কুম্বলে। ঠিক যেমনটা করতেন তাঁর সতীর্থ সচিন তেন্ডুলকর। টেস্ট  এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডধারী ব্যাটার বহু ম্য়াচে বল করে ভারতের ম্যাচ জিতিয়েছেন।