Asia Cup 2023: এশিয়া কাপের বোধনের আগেই শ্রীলঙ্কায় পৌঁছল মেন ইন ব্লু

IND vs PAK: রোহিত শর্মার ভারত এ বারের এশিয়া কাপ যাত্রা শুরু করবে ২ সেপ্টেম্বর। মেন ইন ব্লুর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বাবর পাকিস্তান

Asia Cup 2023: এশিয়া কাপের বোধনের আগেই শ্রীলঙ্কায় পৌঁছল মেন ইন ব্লু
Asia Cup 2023: এশিয়া কাপের বোধনের আগেই শ্রীলঙ্কায় পৌঁছল মেন ইন ব্লু Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 3:31 PM

কলম্বো: অপেক্ষার আর মাত্র কয়েকটা মিনিট। আজ, বৃহস্পতিবার ৩০ অগস্ট শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2023)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মুলতানে। মুখোমুখি পাকিস্তান ও নেপাল। তার মাঝে এশিয়া কাপের বোধনের আগেই শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় টিম (Team India)। রোহিত শর্মার ভারত এ বারের এশিয়া কাপ যাত্রা শুরু করবে ২ সেপ্টেম্বর। মেন ইন ব্লুর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বাবর পাকিস্তান (Pakistan)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়া সাইট X এ ভারতীয় টিমের শ্রীলঙ্কায় পৌঁছনোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, মেন ইন ব্লু আজ দুপুর ১.৩০ মিনিটে কলম্বোয় পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কায় আসার আগে বেঙ্গালুরুর আলুরে ৫ দিনের প্রস্তুতি শিবিরে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এই শিবিরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল দলের সঠিক কম্বিনেশন খুঁজে বের করা।

এশিয়া কাপ যাত্রা শুরুর আগে ভারতের যে ৫ দিনের শিবির হয়েছিল, তা বেশ ভালোই হয়েছে বলে জানান টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখন ২ সেপ্টেম্বরের অপেক্ষায় রয়েছেন। কারণ, ওই দিন ভারতের এশিয়া কাপ সফর শুরু হবে।

গত বারের এশিয়া কাপে সুপার-৪ থেকে বিদায় নিয়েছিল ভারতীয় টিম। এ বার দেখার ৫০ ওভারের এশিয়া কাপে ভারত কেমন পারফর্ম করে। এশিয়া কাপের পরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। নেপাল ছাড়া যে বাকি ৫টি দল (ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা) ২০২৩ এশিয়া কাপে অংশ নিয়েছে তাদের জন্য এই টুর্নামেন্ট ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির মতো। উল্লেখ্য, এশিয়া কাপে এই প্রথম বার খেলবে নেপাল। এ বার দেখার এই টুর্নামেন্টে কতদূর এগোয় নেপাল।