T20 World Cup 2021: রানরেটের অঙ্কই মাথায় ঘুরছে বিরাট-রোহিতদের

আজ দুটো পয়েন্ট এল ভারতের ঝুলিতে। ৬৬ রানে জয় কিছুটা হলেও রানরেটে উন্নতির রাস্তা দেখাল। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট থেকে সহ অধিনায়ক রোহিত (Rohit Sharma) দু'জনের মুখেই রানরেটের (run rate) কথা।

T20 World Cup 2021: রানরেটের অঙ্কই মাথায় ঘুরছে বিরাট-রোহিতদের
T20 World Cup 2021: রানরেটের অঙ্কই মাথায় ঘুরছে বিরাট-রোহিতদের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 11:54 PM

দুবাই: ‘আগের দুটো ম্যাচে আজকের মতো দুটো ওভার ব্যাটিং করতে পারলে হয়তো পরিস্থিতি অন্য হতে পারত। বার্তা দেওয়া যেত প্রতিপক্ষকে’ বক্তা ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম কথায় এমনটাই বললেন ভারতীয় (India) দলের নেতা। বিরাটের শুরুর কথা থেকেই স্পষ্ট, এখনও পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচের হার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি দল। কিন্তু আজকের ম্যাচে না পারলে সব শেষ হয়ে যেত। তাই আজই যেন ডু অর ডাই মেজাজে পাওয়া গেল ভারতীয় দলকে। সেই মেজাজে, যে মেজাজে রোহিত-রাহুল-পন্থদের দেখে অভ্যস্ত আমরা। দুটো পয়েন্ট এল। ৬৬ রানে জয় কিছুটা হলেও রানরেটে উন্নতির রাস্তা দেখাল। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট থেকে সহ অধিনায়ক রোহিত (Rohit Sharma) দু’জনের মুখেই রানরেটের (run rate) কথা।

ম্যাচ শেষে বিরাট বলছেন, ‘চাপ মাঝে মধ্যে নিশ্চয়ই সমস্যায় ফেলে। আজকের পিচটা অন্য দিনের থেকে ভালো ছিল। আজ যেভাবে খেললো দল সেভাবেই আমরা খেলতে চেয়েছিলেম। আগে থেকে কিছু ঠিক করে মাঠে নামে না আমাদের দল। পরিস্থিতি অনুযায়ী খেলা হয়। প্রত্যেককে তেমনটাই বলা থাকে। এখন সত্যিই রানরেটের অঙ্কটা মাথায় আছে। আমরা সব সময় পজিটিভ থাকি। এরপরও তাই থাকতে হবে।’ ২০১৭ সালের পর জাতীয় দলের জার্সিতে প্রথম টি-২০ ম্যাচ খেলা অশ্বিনের প্রসংশা করলেন কোহলি। তিনি বলছেন, ‘অশ্বিনের ফেরাটাই আমাদের কাছে সব থেকে বড় পজিটিভ দিক। ও বুদ্ধিমান বোলার। আইপিএলে ভালো ছন্দে ছিল। ও এমন বোলিং করলে মাঝের ওভারে দলের ওপর চাপ কমে।’

বিরাটের চাপটা এদিন সবার প্রথমে যিনি কাটালেন তিনি ওপেনার রোহিত শর্মা। ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হিটম্যান। ম্যাচ শেষে বলছেন, ‘একটাই ভাবনা ছিল মাথায়, প্রতিপক্ষের ওপর চেপে বসতে হবে। তাই একটা দারুণ শুরুর প্রয়োজন। শেষ দুটো ম্যাচে যেটা হয়নি। রাহুলও দারুণ ব্যাটিং করেছে। আমাদের পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ রানরেট এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড় ব্যাবধানে জিততে হবে আমাদের। তাই স্কোর বোর্ডে বড় রান তোলাটাও প্রয়োজন ছিল। সেটা করতে পেরেছি আমরা।’ শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ৮ তারিখ প্রতিপক্ষ নামিবিয়া। এই দুটো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে টিম ইন্ডিয়াকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকেও। কারণ একটাই কিউয়িরা জিতলেও ফ্যাক্টর হবে রানরেট।