T20 World Cup 2021: আফগানিস্তান হারতেই বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের
নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারাবে আর ভারত নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে পৌঁছবে সেমিফাইনালে, এই ছিল বিরাটদের টিকে থাকার একমাত্র অঙ্ক। কিন্তু আফগানিস্তানকে সহজেই হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলেন উইলিয়ামসনরা। একই সঙ্গে শেষ হল ক্যাপ্টেন বিরাট কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্বও।
আফগানিস্তান ১২৪/৮ (২০ ওভার) নিউজিল্যান্ড ১২৫/২ (১৮.১ ওভার)
আবু ধাবি: এই ম্যাচ ঘিরে যতটা না আগ্রহ ছিল আফগানিস্তানের (Afghanistan), তার চেয়ে কয়েকগুণ বেশি আগ্রহ ছিল ভারতের। পড়ে পাওয়া চোদ্দ আনার আশায় ম্যাচে চোখ রেখেছিলেন বিরাটরাও (Virat Kohli)। কিন্তু অঘটনের আশা করলেই যে অঘটন হবে তার কোনও মানে নেই। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড (New Zealand)। একই সঙ্গে শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপ অভিযানও। সোমবার ভারত (India)-নামিবিয়া (Namibia) ম্যাচ এখন নিয়মরক্ষার।
চোট সারিয়ে আফগানিস্তানের দলে ফিরেছিলেন মুজিব উর রহমান (Mujeeb Ur Rahaman)। কিন্তু একজন মুজিব বা একজন রশিদ খান (Rashid Khan) এই টিম নিউজিল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট নয় তা আরও একবার প্রমাণিত। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। শুরু থেকেই কিউয়ি পেস অ্যাটাকে গুটিয়ে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। বোল্ট-মিলনে-সাউদিদের গতির ঝড়ে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান জাজাই (২), শাহজাদ (৪), গুরবাজ(৬)। আফগানিস্তানের স্কোরবোর্ডে ১৯ রানে ৩ উইকেট দেখেই যাবতীয় আশা ছেড়ে দেয় দেড়শো কোটির ভারতবাসী। বিরাটরাও দেশে ফেরার ব্যাগ পত্তর গোছাতে শুরু করে দেন। আফগানিস্তানের হয়ে একা লড়াই চালান নাজিবুল্লাহ জাদরান। সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি। ২০ ওভারে ১২৪ রানে থামে আফগানিস্তানের ইনিংস। ৩ উইকেট নেন বোল্ট। ২ উইকেট সাউদি। ১টি করে উইকেট সংগ্রহ করেন মিলনে, সোধি আর নিশাম।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। শুরুতে ওপেনার মিচেলকে (১৭) ফেরান মুজিব। রশিদ খানের বলে আউট হন মার্টিন গাপ্টিলও (২৮)। কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসন (৪০) আর উইকেটকিপার ব্যাটার ডিভন কনওয়ে (৩৬) দলকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিয়ে যান। ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। কোন চার দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল তাও ঠিক হয়ে গেল। ভারতের গ্রুপ থেকে শেষ চারে উঠল পাকিস্তান আর নিউজিল্যান্ড। অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারাবে আর ভারত নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে পৌঁছবে সেমিফাইনালে, এই ছিল বিরাটদের টিকে থাকার একমাত্র অঙ্ক। কিন্তু আফগানিস্তানকে সহজেই হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলেন উইলিয়ামসনরা। একই সঙ্গে শেষ হল ক্যাপ্টেন বিরাট কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্বও। আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পর কুড়ি ওভারের ফরম্যাটে আর দেশকে নেতৃত্ব দেবেন না। পরের বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। মরুশহরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব দ্রুত ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকরাও।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১২৪/৮ (জাদরান ৭৩, নায়েব ১৫, বোল্ট ৩/১৭, সাউদি ২/২৪), নিউজিল্যান্ড ১২৫/২ (উইলিয়ামসন ৪০ অপরাজিত, কনওয়ে ৩৬ অপরাজিত, রশিদ ১/২৭)। ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।