T20 World Cup 2021: ট্র্যাজিক হিরো ফান ডার ডুসোঁ

ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতোই ৪ ম্যাচে ৮ পয়েন্ট পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে শেষ করল তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন ফান ডার ডুসোঁ। ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর চওড়া ব্যাটে ভর করেই ১০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। কিন্তু জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে পারল না প্রোটিয়া শিবির।

T20 World Cup 2021: ট্র্যাজিক হিরো ফান ডার ডুসোঁ
ফান ডার ডুসোঁ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 6:14 PM

দুবাই: রাসি ফান ডার ডুসোঁ (Rassie Van Der Dussen)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্র্যাজিক হিরো হয়েই থাকলেন তিনি। দক্ষিণ আফ্রিকা (South Africa) চোকার্স তকমা ঘোচাতে পারল না এ বারও। বিশ্ব মঞ্চে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বারবার একই ঘটনা ঘটেছে। কোনও না কোনও অপ্রত্যাশিত ঘটনায় থেকে গিয়েছে কাপ আর ঠোঁটের ব্যবধান। এ বারও তাই। যে ইংল্যান্ডকে হারাতে বাকি দলগুলো হিমসিম খাচ্ছিল, সেই ইংরেজদের হারিয়েও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতোই ৪ ম্যাচে ৮ পয়েন্ট পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে শেষ করল তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন ফান ডার ডুসোঁ। ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর চওড়া ব্যাটে ভর করেই ১০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। কিন্তু জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে পারল না প্রোটিয়া শিবির।

কিন্তু কে এই ফান ডার ডুসোঁ? ঘরোয়া ক্রিকেট খেলেই এই ডান হাতি ব্যাটারের উত্থান। এবি ডিভিলিয়ার্সের (AB De Villiers) অবসরের পরই জাতীয় দলে খেলার সুযোগ পান। মূলত ওয়ানডে এবং টেস্ট খেলতেন। সে ভাবে টি-টোয়েন্টি খেলতেন না। কিন্তু এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নেন তিনি। এরপর কুড়ি ওভারের ফরম্যাটেও অর্থোডক্স ক্রিকেটে মন জয় করে নেন ডুসোঁ। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন। ইংল্যান্ডকে হারানোর দিনে নায়ক তিনিই। ম্যাচ শেষে বলেন, ‘এ ম্যাচ সেরার পুরস্কারে আমি তৃপ্ত নই। আমরা যদি ইংল্যান্ডকে আরও বেঁধে ফেলতাম তাহলে হয়তো সেমিফাইনালে উঠতাম। আজ আমরা ভালো পারফর্ম করেছি।’

আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অত্যন্ত সাধারণ দেখিয়েছে: ভরত অরুণ