IPL 2022 LSG vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

আগামীকাল, মঙ্গলবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৫৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

IPL 2022 LSG vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ
IPL 2022 LSG vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 6:00 PM

পুনে: আগামীকাল, মঙ্গলবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৫৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এ বারের আইপিএলের দুই নতুন দল লখনউ ও গুজরাত এখনও অবধি ১১টি করে ম্যাচে খেলেছে। লখনউ যার মধ্যে ৮টি ম্যাচে জিতেছে। এবং ৩ ম্যাচে জায়ান্টসদের হারতে হয়েছে। অন্যদিকে এ বারের আইপিএলের অপর নতুন দল গুজরাতও ৮টি ম্যাচে জিতেছে এবং ৩টি ম্যাচে হেরেছে। একটা সময় পরপর জিতে চলেছিল হার্দিকের দল। তবে শেষ দুটো ম্যাচে তাঁরা ধাক্কা খেয়েছে। উল্টে গেছে গল্প। এখন পয়েন্ট টেবলের এক নম্বরে জাঁকিয়ে বসেছে লখনউ। টানা ৪ ম্যাচে জিতেছে সুপার জায়ান্টসরা। ফলে জয়ের ধারা ধরে রাখতে চাইবেন ডি’ককরা। অন্যদিকে আগামীকাল হারলে হারের হ্যাটট্রিক হয়ে যাবে হার্দিকদের। দুরন্ত ছন্দে থাকা লখনউয়ের সামনে সুযোগও রয়েছে চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে গুজরাতের কাছে হারের বদলা নেওয়ার। এই আইপিএলে অভিষেক ম্যাচে হার্দিকের দলের কাছে ৫ উইকেটে হেরেছিল লোকেশের দল। তাই পুনের মাঠে লিগ টেবলের ফাস্ট বয় ও সেকেন্ড বয়দের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবার কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কবে হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি (১০ মে) আগামীকাল, মঙ্গলবার হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কোথায় হবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।