MS Dhoni, IPL 2023: ‘ওর দায়িত্ব নিলাম’, ধোনির কথায় চিন্তামুক্ত মাথিসা পাথিরানার পরিবার

Matheesha Pathirana : এ বারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ১৭টি উইকেট নিয়েছেন মাথিসা পাথিরানা। তারসঙ্গে মহেন্দ্র সিং ধোনির দরাজ সার্টিফিকেটও পেয়েছেন তিনি।

MS Dhoni, IPL 2023: 'ওর দায়িত্ব নিলাম', ধোনির কথায় চিন্তামুক্ত মাথিসা পাথিরানার পরিবার
'ওর দায়িত্ব নিলাম', ধোনির কথায় চিন্তামুক্ত মাতিসা পাথিরানার পরিবার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 11:09 PM

আমেদাবাদ : চলতি আইপিএলে (IPL 2023) একাধিক তরুণ প্রতিভার চোখধাঁধানো পারফরম্যান্স দেখা গিয়েছে। এই তালিকায় যেমন রয়েছেন – কেকেআরের রিঙ্কু সিং, রাজস্থানের যশস্বী জয়সওয়াল, মুম্বইয়ের তিলক ভার্মা ও সিএসকের মাথিসা পাথিরানারা। মাহির দলের তরুণ তুর্কি মাথিসাকে বলা হয় লাসিথ মালিঙ্গার নতুন ভার্সন। আরও ভালো করে বললে অনেকেই তাঁকে জুনিয়র মালিঙ্গাও বলছেন। চেন্নাই সুপার কিংস (CSK) টিমের হয়ে এ বারের আইপিএলে অনবদ্য পারফম্যান্স ২০ বছরের মাথিসা পাথিরানার (Matheesha Pathirana)। একাধিক ম্যাচে তাঁর বল পড়তে গিয়ে হিমশিম খেয়েছেন বিপক্ষের ব্যাটাররা। ফাইনালের আগে সেই পাথিরানার পরিবারের সঙ্গে দেখা করেছেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর পাথিরানার পরিবার বেশ স্বস্তি পেয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চেন্নাইয়ের লিলা প্যালেস হোটেলে মাথিসা পাথিরানার পরিবারের সঙ্গে দেখা করেন ধোনি। মাথিসার দিদি বিশুকা পাথিরানা সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতের ছবি তুলে ধরেছেন। ধোনি আশ্বস্ত করেছেন, মাথিসাকে নিয়ে যেন তাঁর পরিবার চিন্তা না করেন। মাহির কথায়, সবসময় মাথিসার পাশে রয়েছেন। বিশুকা ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, ‘এখন আমরা নিশ্চিত যে মালি সুরক্ষিত হাতে রয়েছে। থালা আমাদের বলেছেন, মাথিসাকে নিয়ে চিন্তা না করতে। মাহি সবসময় ওর সঙ্গে রয়েছেন।’ ধোনির সঙ্গে নিজের পরিবারের ছবি পোস্ট করে বিশুকা আরও লিখেছেন, ‘এই মুহূর্তগুলো স্বপ্নেরও অতীত।’

মাথিসা যে ধীরে ধীরে ধোনির পছন্দের হয়ে উঠেছেন, তা আঁচ করা যায়। গত মরসুম থেকে সিএসকে টিমের সঙ্গে যুক্ত মাথিসা পাথিরানা। তাঁর বোলিং অ্যাকশন বেশ অদ্ভুত। ফলে তাঁর এই বিচিত্র বোলিং অ্যাকশনে একাধিক ম্যাচে প্রতিপক্ষের ব্যাটাররা ফাঁদে পড়ে যান। এ বারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ১৭টি উইকেট নিয়েছেন মাথিসা পাথিরানা। সেরা বোলিং স্পেল ১৫/৩। ইকোনমি ৭.৭২। আইপিএলের সবচেয়ে বেশি উইকেটশিকারী বোলাররা পান পার্পল ক্যাপ। সেই তালিকায় মাহির দলের জুনিয়র মালিঙ্গা রয়েছেন ১০ নম্বরে।