MI vs KKR, IPL 2023 : সূর্য-ঈশান ঝড়ে ব্যর্থ ভেঙ্কটেশের শতরান, টানা দ্বিতীয় হার নাইটদের

কলকাতা নাইট রাইডার্সের হয়ে রান পেয়েছেন একমাত্র ভেঙ্কটেশ আইয়ার। মোট ১৮৫ রানের মধ্যে ১০৪ রান করেন তিনিই।

MI vs KKR, IPL 2023 : সূর্য-ঈশান ঝড়ে ব্যর্থ ভেঙ্কটেশের শতরান, টানা দ্বিতীয় হার নাইটদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 7:49 PM

তিথিমালা মাজী: একাধিক কারণে স্পেশাল হয়ে রইল রবিবাসরীয় মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ (MI vs KKR)। আইপিএলের মঞ্চে অভিষেক হল জুনিয়র তেন্ডুলকরের। সচিন ও পুরো তেন্ডুলকর পরিবার এই দিনটার জন্য যতটা অপেক্ষা করেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের অপেক্ষা তার থেকে কোনও অংশে কম ছিল না (IPL 2023)। ভারতীয়দের কাছে তেন্ডুলকর পদবীটাই আবেগের। ম্যাচের শুরু থেকেই ক্যামেরা অর্জুন তেন্ডুলকরের দিকে। ম্যাচ যত গড়াতে থাকল, লাইমলাইট নিজের দিকে কেড়ে নিলেন কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার। মায়ানগরীতে নিজের কেরিয়ারের প্রথম টি-২০ শতরান হাঁকালেন ভেঙ্কটেশ। ব্রেন্ডন ম্যাকালামের পর দ্বিতীয় কেকেআর তারকার ব্যাটে সেঞ্চুরি। কিন্তু বেলা যত গড়াতে থাকল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ততই ছড়াতে থাকল ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবদের তেজ। রোহিত সামান্য অসুস্থ থাকায় ফিল্ডিংয়ে নামেননি। মুম্বইয়ের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছিলেন সূর্যকুমার। নেতা সূর্যের ব্যাটেও দেখা গেল সেই পুরনো ঝলক। টানা ব্যর্থতার পর ঘরের মাঠে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। কলকাতা নাইট রাইডার্স হারল ৫  উইকেটে। টানা দ্বিতীয় ম্যাচে হার নাইটদের। এই ম্যাচের বিস্তারিত রিপোর্ট TV9 Bangla Sports-এ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ( ওডিআই) তিনটে গোল্ডেন ডাক। আইপিএল ধরে গত ছয় ইনিংসের মধ্যে চারটে গোল্ডেন ডাক। কোথায় হারিয়ে গেল সূর্যের তেজ? প্রশ্ন উঠছিল সর্বত্র। তবে বিশ্বের সেরা টি-২০ ব্যাটারকে নিয়ে চাপ নিচ্ছিল না মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৮৬ রানের লক্ষ্যের জবাবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামা রোহিত শর্মা দ্রুত আউট হন। তবে শুরু থেকেই ব্যাট চালাচ্ছিলেন ঈশান কিষাণ। রোহিতের আউটের পর তাঁর রানের গতি থমকালেও ২৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে সূর্যদের কাজটা সহজ করে দিয়ে যান। এরপর তিলক ভার্মাকে নিয়ে এগোচ্ছিলেন সূর্যকুমার। জুটিতে ভাঙন ধরান সূয়াশ শর্মা। জোড়া উইকেট পেলেন সূয়াশ। ২৫ বলে ৪৩ রান সূর্যকুমার যাদবের।

এ দিকে ওপেনিং ব্য়র্থতা অব্যহত কলকাতা নাইট রাইডার্সের। গুরবাজ প্রথম তিন ম্য়াচে ভরসা দিলেও সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বইয়ের বিরুদ্ধে ব্য়র্থ। এ মরসুমে তিন ম্য়াচে ওপেন করেন নারায়ণ জগদীশন। এখনও দু-অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভরসা দিলেন ভেঙ্কটেশ আইয়ার। ক্যামেরন গ্রিনের বোলিংয়ে স্কুপ খেলার চেষ্টায় হাঁটুতে চোট পান ভেঙ্কটেশ আইয়ার। দৌড়তে সমস্য়ায় পড়ছিলেন। সমস্যা নিয়েই ৪৯ বলে শতরান পূর্ণ করেন ভেঙ্কটেশ। কেকেআরের তোলা মোট ১৮৫ রানের মধ্যে ১০৪ রান এল তাঁর ব্যাটেই। নিয়মিত খেললে তিনি যে কলকাতা টপ অর্ডারের ব্যাটিং ব্য়র্থতা ঢেকে দিতে পারেন, আরও এক বার প্রমাণ করলেন ভেঙ্কটেশ। শেষ অবধি ৫১ বলে ১০৪ রানে থামে তাঁর ইনিংস।