LSG vs PBKS Playing XI, IPL 2024: ঘরের মাঠে নেতৃত্ব দেবেন না, পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন রাহুল?

Lucknow Super Giants vs Punjab Kings Confirmed Playing XI in Bengali: লখনউয়ের একানা স্টেডিয়ামে শনিবার রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস এবং শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে ২টি ম্যাচে খেলে একটিতে জিতেছে পঞ্জাব। আর লখনউ এর আগে একটি ম্যাচে খেলেছিল, জিততে পারেনি।

LSG vs PBKS Playing XI, IPL 2024: ঘরের মাঠে নেতৃত্ব দেবেন না, পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন রাহুল?
LSG vs PBKS Playing XI, IPL 2024: ঘরের মাঠে নেতৃত্ব দেবেন না, পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন রাহুল?Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 30, 2024 | 7:18 PM

কলকাতা: মুসকুরায়ে আপ লখনউ মে হ্যায়… লোকেশ রাহুলের টিম লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের মুখে আপাতত হাসি রয়েছে। কারণ আজ, শনি-রাতে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে লখনউ। মরসুমের প্রথম জয়ের খোঁজে রয়েছেন কেএল রাহুলরা। আপাতত পয়েন্ট টেবলের লাস্ট বয় লখনউ। ঘরের মাঠে সমর্থকদের সামনে এই ম্যাচ জিতে ২ পয়েন্ট তুলতে চান নিকোলাস পুরানরা। এবং পয়েন্ট টেবলেও উন্নতি করতে চায় লখনউ। পঞ্জাবের বিরুদ্ধে আজ টস করতে নামেননি লোকেশ রাহুল। একানা স্টেডিয়ামে আইপিলের (IPL) ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্বও দিচ্ছেন না লোকেশ রাহুল (KL Rahul)। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুলের পরিবর্তে আজকের ম্যাচে লখনউয়ের ক্যাপ্টেন হয়ে নামা নিকোলাস পুরান।

ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানকে এই প্রথম বার আইপিএলে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে। শিখর ধাওয়ানের পঞ্জাবের বিরুদ্ধে টস জেতার পর নিকোলাস পুরান জানান, লোকেশ রাহুল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। টস জিতে পুরান বলেন, ‘পিচ ভালো। আমরা স্কোরবোর্ডে বড় রান তুলতে চাই। কেএল রাহুল চোট সারিয়ে ফিরেছে। তাই আমরা ওকে এত বড় টুর্নামেন্টে একটু বিরতি দিতে চাই। ও আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে।’

ঋষভ পন্থের দিল্লিকে হারিয়ে এ বারের আইপিএল শুরু করেছিল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় গব্বরের ব্রিগেড। শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে যান শিখর ধাওয়ান-লিয়াম লিভিংস্টোনরা। এ বার জয়ে ফিরতে চায় প্রীতির পঞ্জাব। প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি দুই দলের ক্রিকেটাররা। এ বার দেখার শনি-রাতে একানা স্টেডিয়াম থেকে হাসি মুখে মাঠ ছাড়েন কারা।

লখনউ সুপার জায়ান্টসের একাদশ – কুইন্টন ডি’কক, দেবদত্ত পাড়িক্কাল, লোকেশ রাহুল, নিকোলাস পুরান (অধিনায়ক), মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, মায়াঙ্ক যাদব ও সিদ্ধার্থ।

ইমপ্যাক্ট পরিবর্ত – অ্যাস্টন টার্নার, নবীন উল হক, অমিত মিশ্র, দীপক হুডা ও কৃষ্ণাপ্পা গৌতম।

পঞ্জাব কিংসের একাদশ – শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম কারান, জীতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার ও অর্শদীপ সিং।

ইমপ্যাক্ট পরিবর্ত – প্রভসিমরন সিং, রাইলি রোসো, তনয় থঙ্গরাজন, কাভেরাপ্পা ও হরপ্রীত ভাটিয়া।