IPL 2024: চোটের অজুহাতে রঞ্জিতে নেই, ধুতি পরে শুটিংয়ে ব্যস্ত KKR অধিনায়ক!
Shreyas Iyer, Kolkata Knight Riders: মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচকদের শ্রেয়স জানিয়ে দেন, তিনি ফিট নন, ফলে তাঁকে যেন কোয়ার্টার ফাইনালের জন্য স্কোয়াডে বিবেচনা না করা হয়। অন্য দিকে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে নীতীন প্যাটেল মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচকদের মেইল করে জানিয়েছিলেন, শ্রেয়স অনেক আগেই ফিট হয়ে উঠেছে। দ্বিতীয় টেস্টের পর চোটের কারণে ছিটকে গেলেও, এখন তিনি ম্যাচ ফিট। তারপরও রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত, শ্রেয়সকে চাপে ফেলেছে।
কলকাতা: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলছে মুম্বই। বরোদার বিরুদ্ধে এই ম্যাচে খেলার কথা ছিল শ্রেয়স আইয়ারের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলছিলেন। সেই অর্থে ফর্মে না থাকলেও তাঁকে সুযোগ দিয়েছে বোর্ড। চোটের কারণে দ্বিতীয় টেস্টের পরই ছিটকে যান শ্রেয়স। তাঁর চোট খুব একটা গুরুতর ছিল না। অন্তত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিপোর্ট তাই বলছে। তারপরও রঞ্জিতে না খেলায় বোর্ডের রোষে শ্রেয়স। তিনি কি আইপিএলের জন্যই সরে দাঁড়িয়েছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচকদের শ্রেয়স জানিয়ে দেন, তিনি ফিট নন, ফলে তাঁকে যেন কোয়ার্টার ফাইনালের জন্য স্কোয়াডে বিবেচনা না করা হয়। অন্য দিকে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে নীতীন প্যাটেল মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচকদের মেইল করে জানিয়েছিলেন, শ্রেয়স অনেক আগেই ফিট হয়ে উঠেছে। দ্বিতীয় টেস্টের পর চোটের কারণে ছিটকে গেলেও, এখন তিনি ম্যাচ ফিট। তারপরও রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত, শ্রেয়সকে চাপে ফেলেছে। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে পারেন। এমনকি ভবিষ্যতে জাতীয় দলে ফেরার রাস্তাও কঠিন হতে পারে।
ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের আচরণে অস্বস্তিতে বোর্ড। নির্দেশ অমান্য করায় আরও কড়া নিয়ম আনার ভাবনায় বিসিসিআই। এমনটা হলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলাও কঠিন হয়ে দাঁড়াবে শ্রেয়সদের। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। প্রথম ১৫ দিনের সূচি ঘোষণা করেছে বোর্ড। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে শুটিংয়ে ব্যস্ত শ্রেয়স!
Shreyas Iyer caught off guard at the Star Sports IPL film shoot. pic.twitter.com/E5qkk2HeLL
— Johns. (@CricCrazyJohns) February 23, 2024
আইপিএলের শুটিংয়ের একটি ভিডিয়ো ক্লিপ লিক হয়েছে। যেখানে ধুতি পরতে হিমশিম অবস্থা শ্রেয়সের। প্রোডাকশনের সঙ্গে যুক্ত একজন তাঁকে ধুতি পরতে সাহায্য করছেন। তবে অনেকেই শ্রেয়সের এই আচরণে ক্ষুব্ধ। রঞ্জি খেললে প্রস্তুতির মধ্য়ে থাকতেন। আইপিএলের আগে ম্যাচ প্র্যাক্টিস হত। বড় রান পেলে আত্মবিশ্বাস বাড়িয়ে ফিরতে পারতেন শ্রেয়স। নিজের কেরিয়ারে নিজেই বিপদ ডেকে আনছেন না তো শ্রেয়স, ঈশানরা!