IPL Auction: সামনেই নিলাম, ফ্র্যাঞ্চাইজিদের চিন্তা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে
নিলাম হতে দু'সপ্তাহও বাকি নেই। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো অস্ট্রেলিয়া (Australia) এবং ইংল্যান্ডের (England) ক্রিকেটারদের টুর্নামেন্টে উপস্থিতি নিয়ে বেশ চিন্তায় রয়েছে।
নয়াদিল্লি: আর মাত্র ১০ দিনের অপেক্ষা। ক্রিকেটপ্রেমীরা আবারও সাক্ষী হতে চলেছে এক মেগা নিলামের (IPL Auction)। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে মেগা নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৫৯০ জন ক্রিকেটারদের নিয়ে হবে আসন্ন নিলাম। ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে নির্ধারিত হবে এই ক্রিকেটারদের ভাগ্য। নিলাম হতে দু’সপ্তাহও বাকি নেই। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো অস্ট্রেলিয়া (Australia) এবং ইংল্যান্ডের (England) ক্রিকেটারদের টুর্নামেন্টে উপস্থিতি নিয়ে বেশ চিন্তায় রয়েছে। এ বারের নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ৪৭ জন অজি ক্রিকেটার রয়েছেন নিলামে। এ ছাড়া ইংল্যান্ডের ২৪ জন ক্রিকেটার রয়েছেন নিলামে।
এক ফ্র্যাঞ্চাইজির কর্তা জানান, এ বারের আইপিএলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপস্থিতির ব্যাপারে, বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, প্রতিটা ফ্র্যাঞ্চাইজিই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্লেয়ারদের পাবে কিনা সেটা জানতে পারলে, সেভাবে নিলামের পরিকল্পনা সাজাতে পারত।
এ বারের আইপিএল শুরু হওয়ার কথা ২৭ মার্চ। এবং মে মাসের শেষ অবধি টুর্নামেন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই জানা গিয়েছিল, কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্যই আইপিএল মাঝপথে ছেড়ে, ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদের দেশে ফিরে আসতে বলবে ইসিবি। এই কথা ইতিমধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে রেখেছে ইসিবি। আইপিএল শুরু হবে যখন, তখন পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্যাটের ম্যাচগুলি রয়েছে অস্ট্রেলিয়ার (২৯ মার্চ থেকে ৫ এপ্রিল)। ফলে অজি ক্রিকেটাররা টুর্নামেন্টের প্রথম সপ্তাহে নাও উপস্থিত থাকতে পারেন।
বিসিসিআইয়ের তরফ থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে জানানো হয়েছে, ২০২২ আইপিএল নিলামের নিয়ম ও বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না সেই বিবরণ, শীঘ্রই দলগুলোকে পাঠানো হবে।
আরও পড়ুন: IPL Auction 2022: মেগা নিলামের তালিকা প্রকাশ
আরও পড়ুন: IPL 2015: কীভাবে আরসিবি নিয়েছিল, বিরাট শোনালেন গল্প
আরও পড়ুন: IPL 2022: প্রকাশ্যে এল ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত হওয়া লখনঔ সুপার জায়ান্টসের লোগো