RONALDO : রোনাল্ডোকে শুভেচ্ছায় ভরাল আইপিএল

 রোনাল্ডো ম্যান ইউতে যেতেই শোরগোল পড়ে গিয়েছেন খেলার দুনিয়ায়। ১২ বছর পর ম্যান ইউতে ঘর ওয়াপসি নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

RONALDO : রোনাল্ডোকে শুভেচ্ছায় ভরাল আইপিএল
রোনাল্ডো শুভেচ্ছায় কেকেআর থেকে সিএসকে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 8:45 AM

দুবাইঃ অবশেষে যবনিকা পতন। ম্যান সিটি নয়। পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই ফিরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ হতেই বিশ্বজুড়ে আলোচনা একটাই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুভেচ্ছায় পর্তুগীজ মহাতারকাকে ভরিয়ে দিচ্ছেন তাঁর ভক্তরা। আর এবার রোনাল্ডোকে শুভেচ্ছাবার্তা জানাল আইপিএলের দল গুলি। একের পর এক নজরকাড়া পোস্ট কেকেআর থেকে পঞ্জাব কিংসের।

রোনাল্ডো ম্যান ইউতে যেতেই শোরগোল পড়ে গিয়েছেন খেলার দুনিয়ায়। ১২ বছর পর ম্যান ইউতে ঘর ওয়াপসি নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। এবার আইপিএল দলগুলি নিজের মত করে শুভেচ্ছা জানাতে শুরু করল সিআর সেভেনকে। যেমন পঞ্জাব কিংস। রোনাল্ডোর ম্যান ইউয়ের জার্সি পড়া ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পঞ্জাব কিংস লিখল, লাল রংয়ে সবাইকে ভালই মানায়।

এক ধাপ এগিয়ে কেকেআর রোনাল্ডোর ছবি পোস্ট করে ট্যাগলাইনে ‘দিওয়ার’ ফিল্মে অমিতাভ বচ্চনের অমনর ডায়লগ। ‘আজ খুশ তো বহুত হোঙ্গে তুম!’ কেকেআরের ম্যান ইউ ভক্ত হলেন ক্রিকেটার নীতিশ রান। ম্যান ইউয়ের স্কার্ফ নিয়ে সমর্থক নীতিশ রানা ও রোনাল্ডোর ছবি পোস্ট করে অমিতাভের ডায়লগ দিয়ে রোনাল্ডোক ম্যান ইউ আগমনকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলে কলকাতার দলটি।

তবে সবাইকে চমকে দিয়েছে চেন্নাই সুপারকিংস। অনুশীলনে ধোনির ফুটবল খেলার ছবি পোস্ট করে চেন্নাই সুপারকিংস লিখেছে , ‘এই হল আমাদের ৭ নম্বর’।

আইপিএল শুরু হওয়ার আগে এখন দলগুলি নিজেদের মত করে রোনাল্ডো বন্দনায় ব্যস্ত। প্রসঙ্গত, চলতি মরসুমে বিশ্বফুটবলে দুই সুপারস্টারই দল বদল করল। দেশ বদল করল। স্পেনের বার্সিলোনা থেকে প্যারিসের প্যারি সাঁজাঁতে মেসি। আর ইতালির জুভেন্তাস ছেড়ে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সিআর সেভেন। নতুন ফুটবল মরসুমে নতুন ফুটবল লড়াইয়ের অপেক্ষা।