T20 World Cup 2022: দু’বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে আইরিশরা

দু'বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে গ্রুপ বি থেকে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করে ফেলল আয়ারল্যান্ড (Ireland)।

T20 World Cup 2022: দু'বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে আইরিশরা
T20 World Cup 2022: দু'বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে আইরিশরা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 3:09 PM

হোবার্ট: চলতি টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) মঞ্চে ফের অঘটন। দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে গ্রুপ বি থেকে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করে ফেলল আয়ারল্যান্ড (Ireland)। হোবার্টে আজ মরণ বাঁচন ম্যাচে নেমেছিল নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ ও অ্যান্ড্রু বলবির্নির আয়ারল্যান্ড। আজ, যে দল জিতত, তারাই সুপার টুয়েলভে জায়গা করে নিত। কোন দল, কীভাবে সুপার টুয়েলভে উঠল, তুলে ধরল TV9Bangla। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্য়াটিং করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলেন ব্র্য়ান্ডন কিংরা। আইরিশদের কাছে সুপার টুয়েলভে যাওয়ার জন্য টার্গেট ছিল ১২০ বলে ১৪৭ রান। এই রান তোলা টি২০ ক্রিকেটে খুব কঠিন নয়। ব্র্যান্ডন কিং ছাড়া সেই অর্থে আইরিশদের বিরুদ্ধে কোনও ক্যারিবিয়ান ক্রিকেটারই প্রতিরোধ গড়তে পারেননি। গ্য়ারেথ ডেলানিদের কাছে চলেনি এভিন লুইস, রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরানদের ব্যাট। আইরিশদের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন গ্যারেথ ডেলানি। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন ডেলানি।

১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি আয়ারল্যান্ডকে। আলজারি জোসেফ, ওডিন স্মিথদের হাত থেকে বেরোল ভুরি ভুরি রান। ৫ বোলারে আজ খেলেছে ক্যারিবিয়ানরা। তাদের উইকেট প্রাপ্তি মাত্র ১টি। অ্যান্ড্রু বলবির্নি ও পল স্টার্লিংয়ের ওপেনিং জুটিই আইরিশদের জয়ের ভিত গড়ে দেয়। এই জুটিতে ওঠে ৪৫ বলে ৭৩ রান। অষ্টম ওভারে অধিনায়ক বলবির্নির উইকেট তুলে নেন আকিল হোসেন। তিনি করেন ২৩ বলে ৩৭ রান। দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং এবং লোরকান টাকারের ৬১ বলে ৭৭ রানের অপরাজিত জুটিই আয়ারল্যান্ডকে জিতিয়ে দেয়। শেষ অবধি ৪৮ বলে ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্টার্লিং। এবং লোরকান টাকার ৩৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। ৯ উইকেটে ক্যারিবিয়ানদের হারিয়ে এ বারের বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেলেন পল স্টার্লিংরা।

এ বারের টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা খেয়েছিল দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের কাছে ৪২ রানের বড় ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড। এর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ ম্যাচে রক্ষা হল না ক্যারিবিয়ানদের। আয়ারল্যান্ডের রান তাড়া করে জেতার রেকর্ড খুব একটা খারাপ নয়। রান তাড়া করে বিভিন্ন ম্যাচে জিতেছেন পল স্টার্লিংরা। কোনও কোনও ম্যাচে দুর্দান্ত রান তাড়া করেও অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বলবির্নিদের। তবে এ বার সেটা হল না। ১৫ বল বাকি থাকতেই ১৫০ রান তুলে নিয়ে সুপার টুয়েলভে উঠে গেল আইরিশরা।