Ishan Kishan : পাঁচে ব্যাট করবেন ঈশান? হার্দিক-জাডেজাদের সঙ্গে কঠোর অনুশীলন

হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজাদের সঙ্গে এশিয়া কাপের প্রস্তুতিতে প্রবলভাবে মগ্ন থাকতে দেখা গিয়েছে কিপার ব্যাটারকে।

Ishan Kishan : পাঁচে ব্যাট করবেন ঈশান? হার্দিক-জাডেজাদের সঙ্গে কঠোর অনুশীলন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 6:26 PM

কলকাতা : এশিয়া কাপে ফিরছেন শ্রেয়স আইয়ার। তাঁর উপস্থিতিতে আপাতত চার নম্বর ব্যাটারের চিন্তা থেকে মুক্ত ভারত। শ্রেয়স ফেরায় এশিয়া কাপে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যেতে পারে ঈশান কিষাণকে (Ishan Kishan)। বেঙ্গালুরুর আলুরে চলছিল ভারতীয় দলের প্রস্তুতি শিবির। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজাদের সঙ্গে এশিয়া কাপের প্রস্তুতিতে প্রবলভাবে মগ্ন থাকতে দেখা গিয়েছে কিপার ব্যাটারকে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং অনুশীলনে মনোযোগী ছিলেন তিনি। সম্পূর্ণ ফিট না হওয়ায় এশিয়া কাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল। তাঁর অনুপস্থিতিতে আগামী ২ ও ৪ সেপ্টেম্বর যথাক্রমে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে একাদশে ঈশানের থাকা নিশ্চিত। রাহুলের অনুপস্থিতিতে কিপার ব্যাটারের ভূমিকায় থাকবেন তিনি। ঈশান কিষাণ মূলত ওপেনার। কিন্তু রোহিত শর্মা এবং শুভমন গিলের উপস্থিতিতে তাঁকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নেমে যেতে হবে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০২১ সালে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় ঈশান কিষাণের। ক্যারিবিয়ান সফরে দারুণ ফর্মে ছিলেন তিনি। তিন ম্যাচের সিরিজে তিনটি অর্ধশতরান এসেছিল ঝাড়খণ্ডের এই বাঁ হাতি ব্যাটারের কাছ থেকে। ওডিআই কেরিয়ারে ঈশানের পাঁচ নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা নেই। এখনও পর্যন্ত মোট ১৭টি ওডিআই খেলেছেন তিনি। তার মধ্যে ছয়টি ম্যাচে ওপেনার হিসেবে খেলেছেন, চারটি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছে। ছয়টি ম্যাচে ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাট করেছেন। এই ছয়টি ম্যাচে তাঁর রান সংখ্যা ১০৬!

টিম ম্যানেজমেন্ট ঈশানকে পুরোপুরি তৈরি রাখছে। বেঙ্গালুরুতে তাঁকে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে ব্যাটিং করতে দেখা গিয়েছে। প্রস্তুতি শিবিরের শেষ ২ দিন ১ ঘণ্টা ধরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, নয়া ভূমিকার জন্য ঈশান পুরোপুরি প্রস্তুত।