IPL 2022: কেন সব থেকে দামি? প্রথম ম্যাচেই বোঝালেন ঈশান

Ishan Kishan: ক্রিকেট বিশেষজ্ঞরা মুগ্ধ প্রথম ম্যাচে ঈশানের পারফরম্যান্স দেখে। এই ছন্দটা এখন ধরে রেখে ঈশানকে প্রমাণ করতে হবে তিনি সত্যিই মূল্যবান।

IPL 2022: কেন সব থেকে দামি? প্রথম ম্যাচেই বোঝালেন ঈশান
প্রথম ম্যাচেই ছন্দে ঈশান কিষানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 8:02 PM

মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) এর মেগা নিলাম শেষে চর্চা একজনকে নিয়েই। তিনি ঝাড়খণ্ডের তরুণ উইকেট কিপার ঈশান কিষান (Ishan Kishan)। ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ঈষানকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। একবারের জন্যে তাঁকে হাতের বাইরে যেতে দেয়নি মুম্বই। কেন এই তরুণ ক্রিকেটারের ওপর এতটা ভরসা ছিল মুম্বই ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কের? উত্তরটা আইপিএলের প্রথম ম্যাচে দিলেন ঈশান। রোহিত (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নামলেন। দিল্লির (Delhi Capitals) বোলাররা তাঁকে প্যাভেলিয়ানে ফেরাতে পারলেন না। ৪৮ বলে অপরাজিত ৮১ রানের ইনিংসটা সাজানো ছিল ১১টি চার ও ২টি ছক্কায়। স্ট্রাইক রেট ১৬৮.৭৫। পৃথ্বী শ-য়ের একটা দুরন্ত ক্যাচও ধরলেন। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারেনি। তবে ব্যাট হাতে বা গ্লাভস হাতে ঈশান বুঝিয়ে দিলেন কেন তিন এবারের লিগের সব থেকে দামি ক্রিকেটার।

গত দুটি মরসুম থেকেই ঈষান আইপিএলে বড় নাম। ২০২০তে মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকাও নিয়েছিলেন ঈশান। তবে একজন তরুণ ক্রিকেটার ‘প্রতিভা’ থেকে ‘প্রতিষ্ঠা’র মাঝে হারিয়ে যান। ঈশানের সামনে সেই লড়াইটাই ছিল। প্রতিষ্ঠা পাওয়ার দৌড়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। এর মাঝেই জাতীয় দলে ডাক পাওয়া। টিম ইন্ডিয়ার জার্সিতে টি-২০ বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়া। যে কটা সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন ধোনির রাজ্যের তরুণ কিপার।

এ বারের মরসুমটা শুধু যে নিজেকে প্রমাণ করার মরসুম তা নয়। ব্যাট হাতে বা গ্লাভস হাতে প্রতিপক্ষের দেওয়া চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি ঈশান চাপ নিতে হবে, সব থেকে দামি ক্রিকেটার হওয়ার তকমার চাপটাও। প্রথম আইপিএলে সব থেকে দামি ক্রিকেটার ছিলেন ঝাড়খণ্ডের মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ থেকে ২০২২ ধোনি শুধু একজন তারকা নন একজন প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। ঈশান কতটা এগোবেন সেটা সময় বলবে। তবে এখন তাঁর পারফরম্যান্স যে বলছে, সেটা হল ১৫ কোটি টাকা ওঁর মাথাটা ঘুড়িয়ে দেয়নি। বরং প্রথম ম্যাচটা দেখাল সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিণত হয়ে উঠেছেন ঈশান। ইনিংসে ওপেন করতে নেমেছিলেন। শুরু থেকে মারমার কাটকাট ব্যাটিং শুরু করেননি। যখন রোহিত একদিক থেকে বড় শট নিচ্ছেন, ইশান তখন উইকেটে টিকে থাকার কাদজটা করলেন। আর স্লগ ওভারে এসে দলকে নিয়ে গেলেন ১৭৭ পর্যন্ত। লুজ বলে শট নিলেন, প্রয়োজনে সিঙ্গেলস নিয়ে স্কোর বোর্ড চালিয়ে নিয়ে গেলেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মুগ্ধ প্রথম ম্যাচে ঈশানের পারফরম্যান্স দেখে। এই ছন্দটা এখন ধরে রেখে ঈশানকে প্রমাণ করতে হবে তিনি সত্যিই মূল্যবান।

আরও পড়ুন : IPL 2022: ব্র্যাভোর নাচ, রাসেলের হেয়ারস্টাইলে মুগ্ধ নেটিজেনরা