Jasprit Bumrah: অ্যাকশনে বুম বুম বুমরা! প্র্যাক্টিস ম্যাচে বল করলেন ভারতীয় তারকা

বেঙ্গালুরুর আলুর ক্রিকেট গ্রাউন্ডে একটি আন্তঃ স্কোয়াড অনুশীলন ম্যাচে বল করেছেন জসপ্রীত বুমরা। যা প্রমাণ করছে তিনি জাতীয় দলে কামব্যাকের পথে আরও একধাপ এগোলেন।

Jasprit Bumrah: অ্যাকশনে বুম বুম বুমরা! প্র্যাক্টিস ম্যাচে বল করলেন ভারতীয় তারকা
Jasprit Bumrah: অ্যাকশনে বুম বুম বুমরা! প্র্যাক্টিস ম্যাচে বল করলেন ভারতীয় তারকা Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 1:24 PM

মুম্বই: ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) প্রমাণ করছেন তিনি ম্যাচ ফিট হয়ে উঠেছেন। এই খবর ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে। প্রিয় তারকাকে আবার মাঠে দেখা যাবে ভেবে টিম ইন্ডিয়ার (Team India) ভক্তরা খুশি হচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরুর আলুর ক্রিকেট গ্রাউন্ডে একটি আন্তঃ স্কোয়াড অনুশীলন ম্যাচে বল করেছেন জসপ্রীত বুমরা। যা প্রমাণ করছে তিনি জাতীয় দলে কামব্যাকের পথে আরও একধাপ এগোলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নেটেই শুধু নয়, এ বার ম্যাচে বল করলেন জসপ্রীত বুমরা

দিনকয়েক আগেই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন, জসপ্রীত বুমরা এখন ১০০ শতাংশ ফিট। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, অগস্টে ভারতীয় টিমের সঙ্গে আয়ার্ল্যান্ড সফরে যেতে পারেন বুমরা। এ বার প্রমাণ পাওয়া গেল যে তিনি আইরিশদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি। এতদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্বে তিনি নেটে বল করছিলেন। এ বার ম্যাচে বল করলেন। কোনও সমস্যা ছাড়াই আলুর ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এক আন্তঃ স্কোয়াড অনুশীলন ম্যাচে বুমরা দুই স্পেলে ১০ ওভার বল করেছেন।

মুম্বইয়ের ব্যাটারদের বিরুদ্ধে ওই প্র্যাক্টিস ম্যাচে দুই স্পেলে ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে ১টি উইকেট নেন বুমরা। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে উঠেছেন বুমরা। অপর এক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণও মুম্বইয়ের ব্যাটারদের বিরুদ্ধে এক প্র্যাক্টিস ম্যাচে খেলেছেন। এই দুই পেসারের ফিটনেস দেখে এনসিএ ছাড়পত্র দিলে তাঁদের অগস্ট হতে চলা এশিয়া কাপে দেখা যেতে পারে। উল্লেখ্য, এ বারের এশিয়া কাপ শুরু হবে ৩০ অগস্ট। আর ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২ সেপ্টেম্বর।