India vs West Indies: ক্যারিবিয়ানদের কাছে হার নিয়ে মাথাব্যথা নেই রাহুল দ্রাবিড়ের, ভাবাচ্ছে সামনের বড় লক্ষ্য
Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওডিআইতে ভারত হারলেও, বিচলিত নন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়।
বার্বাডোজ: ওডিআই বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার (Team India) এখন একটাই লক্ষ্য সেরা দল বেছে নেওয়া। আর তার জন্য চাই পরীক্ষা-নিরীক্ষা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে সেটাই করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই জিতেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ওডিআইতে হেরে গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিহীন টিম ইন্ডিয়া। যদিও ভারতের এই হারের জন্য বিচলিত নন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বরং তিনি পরিষ্কার করে দিলেন, আসন্ন ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) কথা মাথায় রেখেই ভারতীয় শিবির একাদশ নিয়ে পরীক্ষা করছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বার্বাডোজে দ্বিতীয় ওডিআইতে ভারতের বিরুদ্ধে ছয় উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তিন ম্যাচের ওডিআই সিরিজ দাঁড়িয়ে ১-১। ১ অগস্ট, মঙ্গলবার সিরিজের নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচেও ভারতীয় টিমকে পরীক্ষা করতে দেখা যেতে পারে। দ্বিতীয় ওডিআইতে বিরাট-রোহিতদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ম্যাচে হারের পর দ্রাবিড়ের কাছে প্রশ্ন আসে, বিরাট-রোহিতদের না খেলানোই কি ম্যাচে পার্থক্য গড়ে দিল? ম্যাচের শেষে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমাদের ক্রিকেটারদের দেখে নেওয়ার এটাই শেষ সুযোগ। অন্যদেরও খেলার সুযোগ দিয়ে আমরা দেখে নিতে চাই। ওদের আরও ভালো খেলার চেষ্টা করতে হবে। সব রকম খারাপ পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে হবে। বিরাট-রোহিতরা খেললে আমাদের যে উত্তরগুলো প্রয়োজন তা পাওয়া যাবে না।’
দ্রাবিড় আরও বলেন, ‘আমাদের অনেক ক্রিকেটার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ওরা খেলতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ওডিআই বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে আমাদের হাতে আর বেশি সময় নেই। আমরা আশা করছি এনসিএতে থাকা ক্রিকেটারদের মধ্যে কয়েকজন হয়তো এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবে। কিন্তু তা ভেবে তো আমরা সব ছেড়ে দিতে পারি না। তাই বাকিদের সুযোগ দিচ্ছি আমরা।’
বিরাটদের হেড কোচ পরিষ্কার করে দিয়েছেন, একটা সিরিজ বা তোনও একটা ম্যাচ নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন ভাবছে না। ভারতের ভাবনায় সামনের এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ। ভারতের একাদশ বাছাই নিয়ে সমালোচনা হচ্ছে। তা নিয়ে যদিও দ্রাবিড় চিন্তিত নন বলেই জানিয়েছেন। তাঁর মতে, বাকিরা কী বলল তা ভেবে চিন্তিত নন তাঁরা। দ্রাবিড় মনে করেন, ভারতীয় দলে থাকা তরুণদের প্রতিভা রয়েছে। তাই তাঁদের সুযোগ দেওয়া প্রয়োজন।