Jasprit Bumrah: ক্যাপ্টেন হিসেবেও আয়ার্ল্যান্ডে প্রত্যাবর্তন বুমরার, স্কোয়াডে রিঙ্কু সিং
Team India in Ireland: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতেই আয়ার্ল্যান্ডে টিম ইন্ডিয়া। ১৮-২৩ অগস্ট এই টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াডে রয়েছে জসপ্রীত বুমরার নাম।
আয়ার্ল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে জসপ্রীত বুমরার। কিছুক্ষণ আগেই আয়ার্ল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতেই আয়ার্ল্যান্ডে টিম ইন্ডিয়া। ১৮-২৩ অগস্ট এই টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াডে রয়েছে জসপ্রীত বুমরার নাম। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছে রিঙ্কু সিং। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সামনে এশিয়া কাপ এবং তারপর ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে। সে কারণেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হচ্ছে আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে। জসপ্রীত বুমরার নেতৃত্বে ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে। গত বছর সেপ্টেম্বরে শেষ বার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল বুমরাকে। চোটের কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। অস্ত্রোপচার হয় বুমরার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল। জাতীয় দলের প্রত্যাবর্তনে সরাসরি ক্যাপ্টেন করা হল তাঁকে। এর আগে টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
বুমরার পাশাপাশি ফিরলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও। যদিও লোকেশ রাহুলকে এখনই পাওয়া যাচ্ছে না। এশিয়া কাপে তাঁকে ভাবা হতে পারে। শ্রেয়স আইয়ারকে নিয়েও কিছু জানানো হয়নি বোর্ডের তরফে। তরুণ ক্রিকেটারদের কাছেও আয়ার্ল্যান্ড সিরিজ মহড়া হতে পারে। বিশেষ করে মুকেশ কুমার, অর্শদীপ সিংদের কাছে। দলে রয়েছেন কিপার-ব্যাটার জীতেশ শর্মা। এশিয়ান গেমসের স্কোয়াডেও রয়েছেন। তার আগে অবশ্য জাতীয় দলে নিজেকে পরখ করে নেওয়ার সুযোগ পেতে পারেন আয়ার্ল্যান্ডে। প্রত্যাশিত ভাবেই এই সিরিজে নেই রবীন্দ্র জাডেজা। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন বাংলার শাহবাজ আহমেদ।
আয়ার্ল্যান্ডর বিরুদ্ধে স্কোয়াড-জসপ্রীত বুমরা (ক্যাপ্টেন), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান