Pakistan Cricket: দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন মিয়াঁদাদ
৬৫ বছরের মিয়াঁদাদের প্রশ্ন, দেশের প্রাক্তনদের কেন মেন্টর হিসাবে ব্যবহার করা হচ্ছে না। দ্রুত উইকেট হারিয়ে ফাইনাল হারের পরই দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব প্রাক্তন পাক অধিনায়ক।
করাচি: দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ফের তোপ দাগলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছে পাকিস্তান। বাবরদের খেতাব হাতছাড়া হওয়ার পরই পাক ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন মিয়াঁদাদ। এমনকি বোর্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী নিয়েও প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ১৭১ রান তুলতে গিয়ে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। একটা সময় দলের স্কোরবোর্ড ভালো জায়গায় থাকলেও, দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ হারেন রিজওয়ানরা। ১১ সেপ্টেম্বর ফাইনাল হারের পরই নিজের দেশের ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বিরুদ্ধে বোমা ফাটালেন মিয়াঁদাদ।
৬৫ বছরের মিয়াঁদাদের প্রশ্ন, দেশের প্রাক্তনদের কেন মেন্টর হিসাবে ব্যবহার করা হচ্ছে না। দ্রুত উইকেট হারিয়ে ফাইনাল হারের পরই দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব প্রাক্তন পাক অধিনায়ক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মতো মানুষরা রীতিমতো বসে আছে। আমি তাদের কাছ থেকে কোনও কিছু চাইছি না ঠিকই, কিন্তু আমাদের তো ব্যবহার করতে হবে। আমি সব সময় দেশকে এগিয়ে রাখি। আমাদের মতো প্রাক্তনরা থাকতেও তাদের ব্যবহার করা হচ্ছে না। আমরা অর্থ চাইছি না। তবে আমাদের উপস্থিতিতে খেলোয়াড়রা উপকৃত হবে। এ বেলা কোথায় গেল জাতীয়তাবাদী?’
একই সঙ্গে মিয়াঁদাদ বলেন, ‘আমি যদি ওই জায়গায় মেন্টর হিসেবে থাকতাম, ক্রিকেটারদের পরামর্শ দিতাম ক্রিজে টিকে থাকতে। উইকেট হাতে রেখে ঠিক সময় সেটাকে কাজে লাগাতে। এ রকম অভিজ্ঞতা অনেক আছে আমার। তবে এখনকার ছেলেদের সেই অভিজ্ঞতা নেই। তারা ক্রিজে গিয়ে প্রথম বল থেকেই মারার চেষ্টা করে। ওরা জানেনা কখন কোন বোলারকে মারতে হয়। সমস্যাটা ঠিক কোথায়, তা ওরা বুঝতে পারে না।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই বাবর আজম আর ফখর জমনের উইকেট হারায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। ৪৯ বলে ৫৫ রান করেন পাক উইকেটকিপার। তবে উল্টো প্রান্ত থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। ১৭তম ওভারে আউট হয়ে যান রিজওয়ানও। তারপর ১৪৭ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ২৩ রানে ফাইনালে জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।