Rahul Dravid: ‘চুক্তি চূড়ান্ত নয়’, তা হলে কোচ রাহুল দ্রাবিড়ের দ্বিতীয় ইনিংস কতদিনের?
Team India: বোর্ডের পক্ষ থেকে ২৯ নভেম্বর এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, রোহিত-বিরাটদের কোচ হিসেবে চুক্তি বাড়ল দ্রাবিড়ের। কিন্তু তখন থেকেই কোচ দ্রাবিড়ের চুক্তি নিয়ে একটা জট দেখা গিয়েছিল। কারণ বোর্ডের (BCCI) সরকারি বিবৃতিতে রাহুল দ্রাবিড়ের নতুন চুক্তি কতদিনের, তা জানানো হয়নি। এ বার বোর্ড সচিব জয় শাহ দ্রাবিড়ের চুক্তি নিয়ে বড় আপডেট দিলেন।

মুম্বই: জল্পনা ছিল ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) পর ভারতীয় দলে দ্রাবিড় সভ্যতার অবসান হবে। তেমনটা হয়নি। ভারতের হেড কোচের পদে বহাল রয়েছেন রাহুল দ্রাবিড়। ওডিআই বিশ্বকাপে ভারতের হারের ক্ষত এখনও অক্ষত। এরই মাঝে বিদেশ সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। আগের মতোই ভারতীয় দলের হেড কোচের ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। বোর্ডের পক্ষ থেকে ২৯ নভেম্বর এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, রোহিত-বিরাটদের কোচ হিসেবে চুক্তি বাড়ল দ্রাবিড়ের। কিন্তু তখন থেকেই কোচ দ্রাবিড়ের চুক্তি নিয়ে একটা জট দেখা গিয়েছিল। কারণ বোর্ডের (BCCI) সরকারি বিবৃতিতে রাহুল দ্রাবিড়ের নতুন চুক্তি কতদিনের, তা জানানো হয়নি। এ বার বোর্ড সচিব জয় শাহ দ্রাবিড়ের চুক্তি নিয়ে বড় আপডেট দিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগ-২০২৪ এর নিলামের ফাঁকে বিসিসিআই সচিব জয় শাহ সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তি নিয়ে জানান। তিনি বলেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি একটা বৈঠক করেছিলামল। আমরা সেখানে পারস্পরিকভাবে সম্মত হয়েছিলাম যে ভারতের কোচ ও সাপোর্ট স্টাফ হিসেবে দ্রাবিড় ও পরশ-দিলীপদের দেখা যাবে। আমরা একেবারেই সময় পাইনি। ওরা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেই আমরা একসঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা চূক্তি বাড়িয়ে দিয়েছি ঠিকই কিন্তু আমরা এখনও চুক্তি চূড়ান্ত করতে পারিনি।’
টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দ্রাবিড়ের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে প্রোটিয়া সফর দিয়ে। বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটের সিরিজেই খেলবে। আজ, রবিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজের পর হবে দুই দলের ৩ ম্যাচের ওডিআই সিরিজ। এরপর ২টি টেস্ট ম্যাচ খেলে নতুন বছরে দেশে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা। অর্থাৎ নতুন বছরে টিম ইন্ডিয়া দেশে ফেরার পরই ঠিক হবে রাহুল দ্রাবিড় অ্যান্ড কোং-এর নয়া চুক্তির মেয়াদ হবে কতদিনের।





