Parvez Rasool: পিচ রোলার চুরির অভিযোগ কাশ্মীরের জাতীয় ক্রিকেটারের বিরুদ্ধে
পুরো ঘটনায় রীতিমতো হতবম্ভ হয়ে গিয়েছেন রসুল।
নয়াদিল্লি: কোনও ক্রিকেটার পিচ রোলার (pitch roller) চুরি করে কী করবেন? তার থেকেও বড় কথা পিচ রোলার চুরি করবেনই বা কেন? তবে পারভেজ রসুলের (Parvez Rasool) বিরুদ্ধে এমনই বিষ্ফোরক দাবি করেছে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (Jammu & Kashmir Cricket Association)। শুধু তাই নয়, এই ঘটনার প্রেক্ষিতে ভারতের এই আন্তর্জাতিক ক্রিকেটারকে নোটিসও পাঠিয়েছে জেকেসিএ (JKCA)। এমনকি রসুল পিচ রোলার না ফেরত দিলে পুলিশি ব্যবস্থাও নেবে জানিয়েছে জেকেসিএ।
পুরো ঘটনায় রীতিমতো হতবম্ভ হয়ে গিয়েছেন রসুল। জেকেসিএর উদ্দেশ্যে এক সাক্ষাৎকারে রসুল বলেন, “একজন আন্তর্জাতিক ক্রিকেটার যে তাঁর জীবনের সবটা জম্মু-কাশ্মীরের ক্রিকেটে দিয়েছে অবশেষে তাঁর কি এটাই প্রাপ্য ছিল?”
রসুলের প্রতি অভিযোগ আনার ব্যাপার নিয়ে জলঘোলা শুরু হতেই আসরে নেমেছেন জেকেসিএর সাব-কমিটির সদস্য অনিল গুপ্ত। তিনি বলেন, “আমরা শুধু পারভেজ রসুলকেই মেইল পাঠাইনি, জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলা ক্রিকেট সংস্থাকেই শ্রীনগর থেকে মেশিন নেওয়ার ভিত্তিতে মেইল পাঠানো হয়েছে। অনেক জেলা সংস্থার মেইল আইডি না থাকায়, তাঁরা সেই জেলার সংশ্লিষ্ট ব্যক্তিকেই পাঠিয়েছেন।” ফলে রসুলকে এই মেইলটি পাঠানো হয়েছিল, রসুলের নাম তাঁর জেলার জন্য জেকেসিএ রেজিস্টারে ছিল বলেই।