নাম না করে ধোনিকে তোপ মনোজের
Manoj Tiwary on MS Dhoni: নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে বই লেখার ভাবনা রয়েছে মনোজের। যদি লেখেন, তাহলে জীবনের সবচেয়ে বিতর্কিত পর্যায় এড়িয়ে যাবেন না। বরং চিরকাল বিতর্কের কেন্দ্রে থাকা এক নতুন বিতর্কের জন্ম দেবেন।
কলকাতা: ফের পুরনো বিতর্ক উস্কে দিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলা সত্ত্বেও পরের ম্যাচে টিম থেকে বাদ পড়েছিলেন। আবার জাতীয় দলের প্রথম একাদশে ফিরতে ১৪ ম্যাচ সময় লেগে গিয়েছিল তাঁর। দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করা সত্ত্বেও জাতীয় টিমে জায়গা পাননি পরবর্তী সময়ে। কার্যত অভিমান নিয়েই অবসর ঘোষণা করে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কেন অবসর নিয়েছিলেন, জানাতে ভোলেননি। একবছর পর সেই বিতর্ক আবার নিজেই উস্কে দিলেন মনোজ।
নির্বাচনে জিতে এখন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি। শুক্রবার সকালে গোষ্ঠ পালের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাজির ছিলেন ময়দানে। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, কখনও কি অবিচারের শিকার হয়েছেন? জবাবে ঠোঁটকাটা মনোজ সাফ বলেছেন, ‘সেঞ্চুরি করা এবং ম্যাচের সেরা হওয়া সত্ত্বেও ১৪ ম্যাচ মাঠের বাইরে বসে থাকতে হয়েছে। সেটা কেন হয়েছিল, সেই সময় যে ক্যাপ্টেন ছিল তাকে প্রশ্ন করতে হবে। আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। তবে অবিচারের শিকার তো হয়েইছি।’
সে সময় কে ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন? মনোজ নাম না করলেও তিনি যে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni ), তা সকলেরই জানা। কতটা অভিমান জমে রয়েছে মনোজের? এখনও কি ভুলতে পারেননি সেই ঘটনা? এর উত্তর হয়তো মনোজ খুব শিগগিরি দেবেন। আর তা মিলতে পারে তাঁর আত্মজীবনীতে। মন্ত্রী হলেও এখনও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেননি। আগামী রঞ্জি মরসুমে বাংলার হয়েই খেলতে দেখা যেতে পারে তাঁকে। নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে বই লেখার ভাবনা রয়েছে মনোজের। যদি লেখেন, তাহলে জীবনের সবচেয়ে বিতর্কিত পর্যায় এড়িয়ে যাবেন না। বরং চিরকাল বিতর্কের কেন্দ্রে থাকা এক নতুন বিতর্কের জন্ম দেবেন।