Joe Root: জেনে নিন লর্ডসে কিউয়িদের বিরুদ্ধে কোন কোন নজির গড়ে ১০ হাজার টেস্ট রান পূর্ণ করলেন জো রুট

ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছাড়ার পর প্রথম টেস্ট খেলতে নেমেই একাধিক নজির গড়লেন রুট। জেনে নিন লর্ডসে কিউয়িদের বিরুদ্ধে কোন কোন নজির গড়ে ১০ হাজার টেস্ট রান পূর্ণ করলেন জো রুট...

Joe Root: জেনে নিন লর্ডসে কিউয়িদের বিরুদ্ধে কোন কোন নজির গড়ে ১০ হাজার টেস্ট রান পূর্ণ করলেন জো রুট
জেনে নিন লর্ডসে কিউয়িদের বিরুদ্ধে কোন কোন নজির গড়ে ১০ হাজার টেস্ট রান পূর্ণ করলেন জো রুটImage Credit source: ICC Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 8:25 PM

লন্ডন: টেস্ট ক্রিকেটে (Test Cricket) ১০ হাজার রান পূর্ণ করে এলিট ক্লাবে ঢুকে পড়লেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। লর্ডসে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে রুটের অপরাজিত ১১৫ রানে ভর করে ৫ উইকেটে প্রথম টেস্টে জিতল ইংল্যান্ড (England)। ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন জয় তুলে নিলেন স্টোকসরা। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন রুটরা। ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছাড়ার পর প্রথম টেস্ট খেলতে নেমেই একাধিক নজির গড়লেন রুট। জেনে নিন লর্ডসে কিউয়িদের বিরুদ্ধে কোন কোন নজির গড়ে ১০ হাজার টেস্ট রান পূর্ণ করলেন জো রুট…

সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন রুট

এতদিন টেস্ট ক্রিকেটে সব থেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের রেকর্ড ছিল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ৩১ বছর ১০ মাস ২০ দিনের মাথায় এই রেকর্ড গড়েছিলেন লিটল মাস্টার। আর ৩১ বছর ১৫৭ দিনের মাথায় টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন রুট।

সচিনকে টপকে যাওয়ার পাশাপাশি অ্যালিস্টার কুককে ছুঁয়ে ফেলেছেন রুট

কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের তালিকায় জো রুট ছুঁয়ে ফেলেছেন ইংল্যান্ডের অপর এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুককে। রুটও এক্কেবারে ঠিক কুকের মতো ৩১ বছর ৫ মাস ৫ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

টেস্টে ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢোকা ১৪তম ক্রিকেটার রুট

টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢোকা ১৪তম ক্রিকেটার হলেন জো রুট। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর (২০০টি টেস্টে ১৫,৯২১ রান)। এরপর যথাক্রমে রয়েছেন রিকি পন্টিং (১৬৮টি টেস্টে ১৩৩৭৮ রান), জ্যাক কালিস (১৬৬টি টেস্টে ১৩২৮৯ রান), রাহুল দ্রাবিড় (১৬৪টি টেস্টে ১৩২৮৮ রান), অ্যালিস্টার কুক (১৬১টি টেস্টে ১২৪৭২ রান), কুমার সঙ্গাকারা (১৩৪টি টেস্টে ১২৪০০ রান), ব্রায়ান লারা (১৩১টি টেস্টে ১১৯৫৩ রান), শিবনারায়ণ চন্দ্রপল (১৬৪টি টেস্টে ১১৮৬৭ রান), মাহেলা জয়বর্ধনে (১৪০টি টেস্টে ১১৮১৪ রান), অ্যালান বর্ডার (১৫৬ টি টেস্টে ১১১৭৪ রান), স্টিভ ওয়া (১৬৮টি টেস্টে ১০৯২৭ রান), সুনীল গাভাসকর (১২৫টি টেস্টে ১০১২২ রান) ও ইউনিস খান (১১৮টি টেস্টে ১০০৯৯ রান), জো রুট (১১৮টি টেস্টে ১০০১৫* রান)