Kapil Dev: ঘরের মাঠে চাপ সামলানোই সাফল্যের চাবি, বলছেন বিশ্বজয়ী ক্যাপ্টেন
CWC 2023, ICC: ঘরের মাঠে বিশ্বকাপ। স্বাভাবিক ভাবেই ফেভারিট হিসেবে নামবে ভারতীয় দল। দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব মনে করছেন, ঘরের মাঠে প্রত্যাশার চাপ সামলে উঠতে পারলে চ্যাম্পিয়ন হওয়া কঠিন নয়।
আরও একটা বিশ্বকাপ, ফের এক বার প্রত্যাশা। অক্টোবর-নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ। ২০১৩ সালের পর ভারতীয় দল আইসিসির কোনও ট্রফি জেতেনি। সেমিফাইনাল এবং কখনও ফাইনালে পৌঁছলেও ট্রফি হাতে আসেনি। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। এর আগে ২০১১ সালে বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল ভারত। এ বার একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। তেমনই অপেক্ষা, আরও একটা বিশ্বকাপ জয়ের। ভারতীয় ক্রিকেটে সেই স্বপ্ন পূরণ করেছিল কপিল দেবের নেতৃত্বাধীন ভারত। এরপর ২০১১ সালে ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার ওয়ান ডে বিশ্বকাপ জয়। এ বারের বিশ্বকাপ নিয়ে নানা বিষয়েই বললেন বিশ্বজয়ী ক্যাপ্টেন কপিল দেব। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে বিশ্বকাপ। স্বাভাবিক ভাবেই ফেভারিট হিসেবে নামবে ভারতীয় দল। দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব মনে করছেন, ঘরের মাঠে প্রত্যাশার চাপ সামলে উঠতে পারলে চ্যাম্পিয়ন হওয়া কঠিন নয়। বেঙ্গালুরুতে একটি গলফের ইভেন্টে কপিল দেব বলেন, ‘সব কীরকম হবে জানি না এখনও। বোর্ড এখনও টিম ঘোষণা করেনি। ভারত যে কোনও টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই নামে। শুধু এ বারই নয়, বহু বছর ধরেই এটা চলে আসছে।’
বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২০১১ সালের পুনরাবৃত্তিই প্রত্যাশা। কপিল দেব আরও যোগ করলেন, ‘পুরো বিষয়টাই নির্ভর করবে, ভারতীয় দল ঘরের মাঠে প্রত্যাশার চাপের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারছে। ঘরের মাঠে আমরা বিশ্বকাপ জিতেছি। যাঁরা খেলুক, আমি নিশ্চিত, আবারও জিততে পারি। চার বছর পর বিশ্বকাপ আসে। প্লেয়াররা সব দিক থেকেই প্রস্তুত থাকে।’