Kevin Petersen-Virat Kohli: বিরাটকে প্রেরণার বার্তা কেপির, লাইক করলেন জকোভিচও

প্রতিটি সাংবাদিক সম্মেলনেই বিরাটকে নিয়ে প্রশ্নের সামনে পড়তে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি ঢাল হওয়ার চেষ্টা করছেন। এ বার কেপিও তেমনই একটি বার্তা দিলেন।

Kevin Petersen-Virat Kohli: বিরাটকে প্রেরণার বার্তা কেপির, লাইক করলেন জকোভিচও
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 6:22 PM

ম্যাঞ্চেস্টার: সময় বড় বালাই। আইসিসির বিচারে গত দশকে সেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট কোহলি। বেশ কয়েকবার আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন। কখনও শুধু ব্যাটসম্যান হিসেবে, কখনও অধিনায়ক। বার্ষিক রান সংগ্রাহকদের তালিকায় বেশ কয়েকবার শীর্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় সপ্তম স্থানে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতরান (৭০) এবং অর্ধশতরানে (১৯২) তৃতীয় এবং ষষ্ঠ স্থানে বিরাট কোহলি। ক্রমশ সাফল্য়ের শিখরে উঠছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন দশকে উলোটপূরান। দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক শতরান নেই। দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিরাট কোহলিকে বাতিলের খাতায় ফলছেন। আবার অনেকে পাশেও দাঁড়িয়েছেন। খারাপ সময়ে বিরাটকে অনুপ্রেরণা জোগাচ্ছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন (Kevin Petersen) তাদেরই একজন। একদিন আগেই বাবর আজম (Babar Azam) কোহলিকে ভরসা দিয়ে লিখেছিলেন, এই সময়টা পেরিয়ে যাবে। শক্ত হও। শনিবার কোহলিকে নিয়ে বিরাট বার্তা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন।

রবিবার ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ। প্রথম ম্যাচে কুঁচকির চোটে খেলেননি বিরাট। লর্ডসে গত ম্যাচে ভালো শুরু করেও ১৬ রানে ফিরেছেন বিরাট। প্রতিটি সাংবাদিক সম্মেলনেই বিরাটকে নিয়ে প্রশ্নের সামনে পড়তে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি ঢাল হওয়ার চেষ্টা করছেন। এবার কেপিও তেমনই একটি বার্তা দিলেন। ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে ছবি পোস্ট করেছেন পিটারসন। কোহলিকে ট্যাগ করে বার্তা, ‘বন্ধু, তোমার কেরিয়ারে এমন অনেক সাফল্য রয়েছে, যা হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো। নিজেকে নিয়ে গর্ব কর, মাথা উঁচু করে চল, জীবনটাকে উপভোগ কর। ক্রিকেটের বলয়ের বাইরেও অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়েও ভাব। তুমি প্রত্য়াবর্তন করবেই।’

প্রতিটি ক্রীড়াবিদের কেরিয়ারেই এমন সময় আসে। একজনের খারাপ সময়ে বাকিরা পাশে থাকবে, সেটাই যেন প্রত্যাশিত। তিনি যে খেলার সঙ্গেই যুক্ত থাকুন না কেন। কেভিন পিটারসনের সঙ্গে সহমত টেনিসের অন্যতম সেরা নোভাক জকোভিচ। কেপির পোস্টে লাইক করেছেন সদ্য সপ্তম উইম্বলডন জয়ী নোভাক জকোভিচ। কেপির পোস্টে লাইকের সংখ্য়া ক্রমশ বাড়ছে। বিরাট কোহলি ঘুরে দাঁড়াতে পারবেন কি না, কিংবা কবে পারবেন সেটাও প্রশ্ন। রবিবার ম্যাঞ্চেস্টার ম্যাচের পর দীর্ঘ বিশ্রামে যাচ্ছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্য়াচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের দলে নেই বিরাট। ফের হয়তো এশিয়া কাপে দেখা যেতে পারে।