KKR vs PBKS Live Score, IPL 2023: শেষ বলে চার মেরে কেকেআরকে জেতালেন রিঙ্কু

| Edited By: | Updated on: May 08, 2023 | 11:34 PM

Kolkata Knight Riders vs Punjab Kings, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স বনাম শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

KKR vs PBKS Live Score, IPL 2023: শেষ বলে চার মেরে কেকেআরকে জেতালেন রিঙ্কু
ইডেনে আজ মুখোমুখি কেকেআর ও পঞ্জাবImage Credit source: Graphics - TV9Bangla

কলকাতা: হইহই করে এগিয়ে চলেছে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। মোহালিতে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে হারের বদলা ইডেনে নিল নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টস জিতে ইডেনে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। নড়বড়ে শুরু করলেও শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান স্কোরবোর্ডে তোলে পঞ্জাব। আজ জিততে হলে নাইটদের তুলতে হত ১৮০ রান। শেষ বল অবধি গড়াল ম্যাচ। শেষ ওভারে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান। শেষ বলে চার মেরে কেকেআরকে জেতালেন নাইটদের ক্রাইসিস ম্যান রিঙ্কু সিং। এই জয়ের ফলে পয়েন্ট টেবলের আট থেকে ৫ নম্বরে উঠে এল কেকেআর। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন কেকেআর-পঞ্জাব ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

পয়েন্ট টেবলে উন্নতি কেকেআরের

পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবলে ৮ নম্বর থেকে ৫ নম্বরে উঠে এল কেকেআর।

৫ উইকেটে জয়ী কেকেআর

মোহালিতে হারের বদলা ইডেনে নিল কেকেআর। টার্গেট ছিল ১৮০। শেষ বলে ৪ মেরে কেকেআরকে জেতালেন রিঙ্কু সিং।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 May 2023 11:34 PM (IST)

    ইডেনে কীভাবে জিতল কেকেআর, পড়ুন ম্যাচ রিপোর্ট

    একটা জয়, একটা লাইফ লাইন। কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন প্রতিটি ম্যাচই নকআউট। হারানোর কিছু নেই। জিতলে প্লে-অফের সম্ভাবনা থাকবে।

    পড়ুন বিস্তারিত – KKR vs PBKS IPL Match Result : ঘরের মাঠে শেষ বলে জয়, কেকেআরকে লাইফলাইন দিল RRR

  • 08 May 2023 11:29 PM (IST)

    ইডেনে বদলা নিল পঞ্জাব

    • মোহালিতে হারের বদলা ইডেনে নিল কেকেআর।
    • টার্গেট ছিল ১৮০ রানের।
    • শেষ বলে ৪ মেরে দলকে জেতালেন রিঙ্কু সিং।
    • পয়েন্ট টেবলে আট থেকে ৫ নম্বরে উঠে এল কেকেআর।
    • ৫ উইকেটে ম্যাচ জিতল কেকেআর।
  • 08 May 2023 11:22 PM (IST)

    শেষ বলে চার মেরে কেকেআরকে জেতালেন রিঙ্কু

    কেকেআরের ক্রাইসিস ম্যান হয়ে দলকে জেতালেন রিঙ্কু সিং।

  • 08 May 2023 11:21 PM (IST)

    ১ বল বাকি থাকতে আউট রাসেল

    বল বাকি ১। জয়ের জন্য চাই ২ রান। ২০তম ওভারের পঞ্চম বলে আউট রাসেল।

  • 08 May 2023 11:16 PM (IST)

    ৬ বলে ৬ রান চাই কেকেআরের

    শেষ ওভার অবধি গড়াল ম্যাচ। শেষের ৬ ওভারে জিততে হলে কেকেআরকে তুলতে হবে ৬ রান।

  • 08 May 2023 11:13 PM (IST)

    ইডেনে উঠল রাসেল ঝড়

    ১৯তম ওভারে স্যাম কারানের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল। জয়ের জন্য কেকেআরের এখনও ৯ বলে প্রয়োজন ১৩ রান।

  • 08 May 2023 11:10 PM (IST)

    কেকেআরের ওভার বাকি ২

    নাইটদের জয়ের জন্য প্রয়োজন ১২ বলে ২৬ রান। ক্রিজে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং।

  • 08 May 2023 10:55 PM (IST)

    আউট রানা

    হাফসেঞ্চুরির পরের বলেই সুইচ হিট, আউট কেকেআর অধিনায়ক নীতীশ রানা।

  • 08 May 2023 10:54 PM (IST)

    রানার হাফসেঞ্চুরি

    নীতীশ রানার অর্ধশতরান। ৩৭ বলে হাফসেঞ্চুরি কেকেআর অধিনায়কের।

  • 08 May 2023 10:53 PM (IST)

    নাইটদের ওভার বাকি ৫

    ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ১২২।

  • 08 May 2023 10:47 PM (IST)

    ভেঙ্কির উইকেট হারাল কেকেআর

    রাহুল চাহার তুলে নিলেন ভেঙ্কটেশ আইয়ারের উইকেট।

  • 08 May 2023 10:47 PM (IST)

    বাঁ হাতি পার্টনারশিপ

    অধিনায়ক নীতীশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার ৩৬ বলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন। এরপরই আউট ভেঙ্কটেশ আইয়ার। ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন। খুরিয়ে হাঁটছিলেন। রাহুল চাহারের বোলিংয়ে লিভিংস্টোনের ক্যাচে ফিরলেন। ক্রিজে রাসেল।

  • 08 May 2023 10:46 PM (IST)

    হাফসেঞ্চুরির পথে রানা

    দুরন্ত ছন্দে রয়েছেন নীতীশ রানা। ধীরে ধীরে এগোচ্ছেন হাফসেঞ্চুরির দিকে।

  • 08 May 2023 10:16 PM (IST)

    রয় আউট

    বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রারের বোলিংয়ে স্লগসুইপ জেসন রয়ের। শাহরুখের ক্যাচে ফিরলেন রয়।

  • 08 May 2023 10:12 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    কেকেআর পাওয়ার প্লে-র শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ৫২ রান। জয়ের জন্য নাইটদের প্রয়োজন ৮৪ বলে ১২৮ রান।

  • 08 May 2023 10:08 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩৯/১

    • নাইটদের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে কেকেআর।
  • 08 May 2023 10:04 PM (IST)

    আউট গুরবাজ

    একটা রিভিউ নষ্ট হল কলকাতার। নামলেন ক্যাপ্টেন নীতীশ রানা। ১২ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন রহমানুল্লা গুরবাজ।

  • 08 May 2023 10:03 PM (IST)

    রিভিউ নিলেন গুরবাজ

    লেগ বিফোরের আবেদন, গুরবাজ রান নিতে মরিয়া দৌড় লাগান। ততক্ষণে আম্পায়ার আউট দিয়েছেন। দেখেননি গুরবাজ। কনফার্ম হতেই রিভিউ নেন।

  • 08 May 2023 10:00 PM (IST)

    ৪ ওভারে কেকেআর ৩৬/০

    নাইটদের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছে কেকেআর। নাইটদের এগিয়ে নিয়ে যাচ্ছে ওপেনিং জুটি।

  • 08 May 2023 09:40 PM (IST)

    রান তাড়া করতে নামল রানার দল

    টার্গেট ১৮০। রান তাড়া করতে নামল কেকেআর। ওপেনিংয়ে রহমানুল্লা গুরবাজ ও জেসন রয়।

  • 08 May 2023 09:32 PM (IST)

    ইনিংস ব্রেকে দেখে নিন পঞ্জাব কেমন ব্যাটিং করল, কেকেআর কেমন বোলিং করল

    কেকেআরের কাছে সব ম্যাচই এখন নকআউট। প্লে-অফের আশা জিইয়ে রাখতে বাকি সব ম্যাচই জিততে হবে। ঘরের মাঠে পঞ্জাবকে হারাতে প্রয়োজন ১৮০ রান।

    পড়ুন বিস্তারিত – IPL 2023, KKR vs PBKS : ‘মিস্ট্রি স্পিনার’দের রহস্য উদ্ধার করতে পারল না পঞ্জাব, কেকেআরের লক্ষ্য ১৮০

  • 08 May 2023 09:29 PM (IST)

    এক ঝলকে পঞ্জাবের ইনিংস

    • টস জিতে ইডেনে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।
    • নড়বড়ে শুরু করলেও শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান স্কোরবোর্ডে তুলল পঞ্জাব।
    • আজ জিততে হলে নাইটদের তুলতে হবে ১৮০ রান।
    • পঞ্জাবের হয়ে সর্বাধিক রান করেছেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান (৫৭)।
    • কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী (৩/২৬)।
  • 08 May 2023 09:22 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শেষ

    শাহরুখ খান-হরপ্রীত ব্রার জুটিতে ১৬ বলে ৪০ রানের পার্টনারশিপ। শেষ ওভারে ২১ রান।

  • 08 May 2023 09:17 PM (IST)

    শেষ ওভারে ৩০ গজের বাইরে চার ফিল্ডার

    পাওয়ার প্লে শেষ হলে ৩০ গজের বাইরে পাঁচজন ফিল্ডার রাখা যায়। যদিও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে পেনাল্টি হয়। কেকেআর সময়ের থেকে এক ওভার পিছিয়ে। ফলে শেষ ওভারে ৩০ গজের বাইরে চার ফিল্ডার।

  • 08 May 2023 09:06 PM (IST)

    স্যাম আউট

    সূয়াশ ফেরালেন স্যাম কারানকে। হাই ক্যাচ, সূয়াশ-গুরবাজ দু’জনেই দৌড়েছিলেন। সূয়াশের ওপর ভরসা করেননি গুরবাজ। উইকেট কিপিং পজিশন থেকে বোলিং প্রান্তের কাছে দৌড়ে ক্যাচ নেন।

  • 08 May 2023 09:02 PM (IST)

    বরুণের তৃতীয় উইকেট

    স্লগসুইপ মারতে গিয়ে বোল্ড ঋষি ধাওয়ান। তৃতীয় উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ক্রিজে শাহরুখ খান। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। তাঁর স্পেল শেষ।

  • 08 May 2023 08:53 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ১২৪/৫

    • পঞ্জাবের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
    • ১৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১২৪।
    • ক্রিজে ঋষি ধাওয়ান ও স্যাম কারান।
  • 08 May 2023 08:51 PM (IST)

    শিখর আউট

    অর্ধশতরানকারী শিখর ধাওয়ানকে ফেরালেন। ক্যাপ্টেনের বোলিংয়ে ফিরলেন প্রতিপক্ষ ক্যাপ্টেন। লং অনে বৈভব অরোরার ক্যাচ। ৫৭ রান করে মাঠ ছাড়লেন ধাওয়ান।

  • 08 May 2023 08:48 PM (IST)

    বোলিংয়ে নীতীশ

    স্পিনাররা সাহায্য পাচ্ছেন, তাই নাইট অধিনায়ক নীতীশ রানা নিজেই এ বার বোলিংয়ে এলেন।

  • 08 May 2023 08:47 PM (IST)

    শিখরের হাফসেঞ্চুরি

    ৪১ বলে অর্ধশতরান শিখর ধাওয়ানের। সুনীল নারিনের বলে শর্ট বাউন্ডারির দিকে ছয় মেরে অর্ধশতরানে পৌঁছলেন ধাওয়ান।

  • 08 May 2023 08:41 PM (IST)

    জুটি ভাঙলেন বরুণ

    জীতেশ শর্মা কট বিহাইন্ড। ২১ রান করে মাঠ ছাড়লেন জীতেশ।

  • 08 May 2023 08:37 PM (IST)

    শিখর-জীতেশ জুটিতে এগোচ্ছে পঞ্জাব

    ৩৮ বলে ৫০ পার্টনারশিপ শিখর ধাওয়ান-জীতেশ শর্মার। যদিও স্পিনারদের খেলতে চাপে পড়ছেন দুই ব্যাটারই।

  • 08 May 2023 08:29 PM (IST)

    ইনিংসের মাঝপথে পঞ্জাব

    ইনিংসের মাঝপথে পঞ্জাব ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৮২ রান। ক্রিজে শিখর ধাওয়াম ও জীতেশ শর্মা।

  • 08 May 2023 08:10 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পঞ্জাবের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-র শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৫৮।
    • বলাই যায় নাইট শিবির পাওয়ার প্লে-তে সফল।
  • 08 May 2023 08:05 PM (IST)

    বরুণ আসতেই উইকেট

    পাওয়ার প্লেতে তৃতীয় উইকেট। লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ডিআরএস নিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। আম্পায়ার্স কলে আউট ঘোষণা করা হল লিভিংস্টোনকে।

  • 08 May 2023 08:01 PM (IST)

    বোলিংয়ে বরুণ চক্রবর্তী

    পাওয়ার প্লের মধ্যে তৃতীয় উইকেটের খোঁজে নাইটরা। পাওয়ার প্লে-র শেষ ওভারে স্পিনার আনলেন নীতীশ রানা। বোলিংয়ে বরুণ চক্রবর্তী।

  • 08 May 2023 07:50 PM (IST)

    ভানুকা আউট

    হর্ষিত ফেরালেন ভানুকা রাজাপক্ষকে। দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস। রানের খাতা খোলার আগেই উইকেট দিয়ে বসলেন ভানুকা। কেকেআরকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন হর্ষিত।

  • 08 May 2023 07:47 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাব ২৬/১

    পঞ্জাবের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে পঞ্জাব কিংস।

  • 08 May 2023 07:41 PM (IST)

    প্রভসিমরন আউট

    হর্ষিত রানা তুলে নিলেন প্রভসিমরন সিংয়ের উইকেট। প্রথম ৩ ওভারের মধ্যে প্রথম ধাক্কা খেল পঞ্জাব কিংস। ৮ বলে ১২ রান মাঠ ছাড়লেন প্রভসিমরন।

  • 08 May 2023 07:29 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং। বোলিংয়ে সূচনায় এলেন বৈভব আরোরা।

  • 08 May 2023 07:09 PM (IST)

    PBKS একাদশ

    পঞ্জাবের একাদশ – শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার ও অর্শদীপ সিং।

    সাবস্টিটিউট – নাথান এলিস, সিকন্দর রাজা, অথর্ব তাইডে, মোহিত রাঠী, ম্যাথু শর্ট।

  • 08 May 2023 07:04 PM (IST)

    KKR একাদশ

    প্রথম একাদশে জেসন রয় নেই। যেহেতু একাদশে তিন বিদেশি, তাই সূয়াশের জায়গায় রয়কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারবে কেকেআর।

    কলকাতা নাইট রাইডার্সের একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, সূয়াশ শর্মা। বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

    সাবস্টিটিউট – অনুকূল রায়, নারায়ণ জগদীশন, জেসন রয়, লকি ফার্গুসন, কুলবন্ত কেজরোলিয়া।

  • 08 May 2023 07:01 PM (IST)

    টস আপডেট

    কেকেআরের বিরুদ্ধে ইডেনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন পঞ্জাবের ক্যাপ্টেন শিখর ধাওয়ান।

  • 08 May 2023 06:52 PM (IST)

    আজ কি ইডেন ভরবে না?

    ইডেন গার্ডেন্সে আগের ম্যাচগুলিতে দেখা গিয়েছিল, ম্যাচ শুরুর অনেক আগেই গ্যালারি ভর্তি হয়ে যেত। পঞ্জাব ম্যাচের ৪০ মিনিট আগেও ইডেন অনেকটাই খালি।

    Eden gallery

    আজ কি ইডেন ভরবে না? (নিজস্ব চিত্র)

  • 08 May 2023 06:47 PM (IST)

    ওয়ার্ম আপে নেমে পড়েছেন নাইটদের নতুন বিদেশি

    কলকাতায় পৌঁছেই টিমের সঙ্গে ইডেনে কেকেআরের নতুন বিদেশি। ওয়ার্ম আপেও ফুটবলে মেতে জনসন চার্লস।

    Johnson Charles

    ওয়ার্ম আপে নেমে পড়েছেন নাইটদের নতুন বিদেশি। (নিজস্ব চিত্র)

  • 08 May 2023 06:45 PM (IST)

    ওয়ার্মে আপে নেমে পড়েছেন দুই দলের ক্রিকেটাররা

    আর কিছুক্ষণ পরই শুরু হবে বীর-জারার দ্বৈরথ। তার আগে ওয়ার্ম আপে নেমে পড়েছেন দুই দলের ক্রিকেটাররা।

    KKR vs PBKS warm up

    ওয়ার্মে আপে নেমে পড়েছেন দুই দলের ক্রিকেটাররা। (নিজস্ব চিত্র)

  • 08 May 2023 06:35 PM (IST)

    চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের ফল

    এ বারের আইপিএলে শেষ সাক্ষাতে মোহালিতে ডিএলএস মেথডে কেকেআরকে হারিয়েছিল পঞ্জাব। তাই আজ কেকেআরের কাছে বদলার ম্যাচ।

  • 08 May 2023 06:34 PM (IST)

    পয়েন্ট টেবলে কোন দল কোথায়

    পয়েন্ট টেবলে চোখ রাখলে দেখা যায় ৭ নম্বরে রয়েছে পঞ্জাব ও ৮ নম্বরে রয়েছে কেকেআর।

Published On - May 08,2023 6:30 PM

Follow Us: