Rinku Singh ভিডিয়ো: ‘আমরা কোথায় যাচ্ছি?’ বিমানে উঠে ভুলেই গেলেন রিঙ্কু সিং!
IPL 2024, Kolkata Knight Riders: আইপিএলে অন্যতম সেরা আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষা। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার কলকাতায় টিম হোটেলে জমিয়ে রং খেলেছেন নাইট রাইডার্স ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। এ দিন বেঙ্গালুরু পৌঁছে গেল কেকেআর। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল নাইটরা। তবে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন ফিল সল্ট, রমনদীপ সিং।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণ সূচি প্রকাশ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। গত কালই বাকি ম্যাচের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এ বারের ফাইনাল হবে চেন্নাইতে। প্রাথমিক সূচিতে কেকেআরের তিনটি ম্যাচ ছিল। এর মধ্যে দুটি অ্যাওয়ে। ঘরের মাঠে এ বারের আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়। এ বার বেঙ্গালুরু অভিযান। যাবার পথে রিঙ্কু সিং ভুলেই গেলেন কোথায় যাচ্ছেন!
আইপিএলে অন্যতম সেরা আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষা। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার কলকাতায় টিম হোটেলে জমিয়ে রং খেলেছেন নাইট রাইডার্স ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। এ দিন বেঙ্গালুরু পৌঁছে গেল কেকেআর। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল নাইটরা। তবে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন ফিল সল্ট, রমনদীপ সিং। ম্যাচ জেতানো পারফরম্যান্স আন্দ্রে রাসেলের। আর শেষ ওভারে নায়ক হর্ষিত রানা।
গত মরসুমে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন রিঙ্কু সিং। প্রথম ম্যাচেও রাসেলের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন রিঙ্কু। এ বার নজরে বেঙ্গালুরু। যাওয়ার পথে বিমানে অবশ্য মজার কান্ড। রিঙ্কু কি ভুলে গিয়েছিলেন কোথায় যাচ্ছেন? কলকাতা নাইট রাইডার্স এমনই একটা ভিডিয়ো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।
BTS of 𝑡ℎ𝑒 𝑝𝑒𝑟𝑓𝑒𝑐𝑡 𝑡𝑟𝑎𝑣𝑒𝑙 𝑑𝑎𝑦 𝑠𝑒𝑙𝑓𝑖𝑒! 😂🤳 pic.twitter.com/hXstORd5iz
— KolkataKnightRiders (@KKRiders) March 26, 2024
বেঙ্গালুরুতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় কেকেআর টিমকে। মাঠে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে বাড়তি নজর থাকবে রিঙ্কু সিং ও বিরাট কোহলির ফিল্ডিংয়ে। আর কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও আরসিবি প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি!