Rahul Dravid: ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে রাহুল দ্রাবিড়-পুত্র, কত দর পেলেন সমিত?

Rahul Dravid's Son: রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে মুখিয়ে রয়েছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। সব কিছু ঠিক থাকলে রাহুলকে আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দেখা যেতে পারে। এই ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন, মেন্টর ছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের প্রত্যাবর্তনের আগেই দল পেয়ে গেলেন তাঁর পুত্র সমিত দ্রাবিড়।

Rahul Dravid: ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে রাহুল দ্রাবিড়-পুত্র, কত দর পেলেন সমিত?
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 26, 2024 | 2:34 AM

রাহুল দ্রাবিড় আপাতত ‘বেকার’। তবে তাঁর ছেলে সমিত কিন্তু নন! টি-টোয়েন্টি বিশ্বকাপই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্ট ছিল রাহুল দ্রাবিড়ের। তাঁর কোচিংয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দীর্ঘ ১১ বছর পর আইসিসি ট্রফি জিতেছে দেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ১৭ বছর পর। খেলোয়াড় জীবনে বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। কোচ হিসেবে তাও আবার শেষ অ্যাসাইনমেন্টে সেরার ট্রফি। বিশ্বজয়ের উচ্ছ্বাসের মাঝেই সাংবাদিকদের মজা করে রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘আমি আপাতত বেকার। কোনও খবর থাকলে বলবেন।’ রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে মুখিয়ে রয়েছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। সব কিছু ঠিক থাকলে রাহুলকে আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দেখা যেতে পারে। এই ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন, মেন্টর ছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের প্রত্যাবর্তনের আগেই দল পেয়ে গেলেন তাঁর পুত্র সমিত দ্রাবিড়।

কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট KSCA T20-তে দল পেলেন সমিত দ্রাবিড়। মূলত ব্যাটার। মিডিয়াম পেসারও। অলরাউন্ডার সমিত দ্রাবিড়কে ৫০ হাজার টাকায় সই করিয়েছে মাইসোর ওয়ারিয়র্স। গত মরসুমে কুচবিহার ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কর্নাটক। অনূর্ধ্ব ১৯ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য সমিত দ্রাবিড়। শুধু তাই নয়, এ বছরের শুরুতে কর্নাটক একাদশের হয়ে সফরকারী ল্যাঙ্কাশায়ার ক্লাবের বিরুদ্ধেও খেলেছিলেন।

কর্নাটক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত বারের রানার্স মাইসোর ওয়ারিয়র্স। সমিত দ্রাবিড়কে সই করানো প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির কর্তা বলেছেন, ‘ওকে পেয়ে আমাদের স্কোয়াড আরও শক্তিশালী হবে। রাজ্য ক্রিকেটে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে সমিত।’ মাইসোর ওয়ারিয়র্সের অধিনায়ক করুণ নায়ার।