T20 World Cup 2022: মেলবোর্নে বাবররা বিশ্বকাপ হাতে তোলার জন্য তৈরি, বলছেন হেডেন

রবিবার মেলবোর্ন স্বাক্ষী থাকতে চলেছে ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনালের। ১৯৯২ এর বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে না তো? কি মনে করছেন পাক মেন্টর ম্যাথু হেডেন?

T20 World Cup 2022: মেলবোর্নে বাবররা বিশ্বকাপ হাতে তোলার জন্য তৈরি, বলছেন হেডেন
মেলবোর্নে বাবররা বিশ্বকাপ হাতে তোলার জন্য তৈরি, বলছেন হেডেনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 4:18 PM

মেলবোর্ন: রবিবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে ভারত-পাক মহারণের সাক্ষী হতে পারবে বা ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ১০ উইকেটে লজ্জার হারের পর, এই বিশ্বকাপে ভারতীয় অধ্যায় এখন অতীত। রবিবার মেলবোর্ন স্বাক্ষী থাকতে চলেছে ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনালের। ১৯৯২ এর বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে না তো? কি মনে করছেন পাক মেন্টর ম্যাথু হেডেন (Matthew Hayden)? তুলে ধরল TV9 Bangla

এ বার সেই ৯২-এর ফাইনালের স্মৃতি রোমন্থন করে পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা বললেন, “১৯৯২ ফাইনালের কথা মনে পড়ে যাচ্ছে।” ওই ম্যাচের ওপেনার তথা পাকিস্তান বোর্ডের প্রধান রামিজ রাজার কথাও স্মরণ করেন তিনি। হেডেন বলেন, “যদি পাকিস্তান টিম ওইদিন ইতিহাস গড়তে পারে, তা হলে এই ছেলেদের কর্মজীবন মাইলফলক ছোঁবে। একদিন ওরাও দেশে ফিরে বা মিডিয়ার সামনে এই ম্যাচের গল্প শোনাবে।”

মেলবোর্নে হতে চলা এ বারের টি২০ বিশ্বকাপের জন্য তৈরি বাবর আজমের গ্রিন আর্মি। এমনটাই বলছেন পাক দলের মেন্টর। হেডেন মনে করেন, রবিবার ইংল্যান্ডকে কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি তাঁর টিম।

১৯৯২ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের পাকিস্তান। টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ে নামে। শুরুতে ডেরেক প্রিঙ্গল দ্রুত দুই উইকেট লাভ করলেও, তৃতীয় উইকেটে জুটিতে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ ১৩৯ রান যোগ করার মাধ্যমে ইনিংসের ভিত শক্ত করেন। এই জুটি শুরুতে বেশ ধীরগতিতে রান তুলেছিল। সেই ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটাররা ইমরানের ক্যাচ মিস করার কারণে, তিনি পাক দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা করতে পেরেছিলেন। পরবর্তীতে ইনজামাম উল হক করেন ৩৫ বলে ৪২ রান। ওয়াসিম আক্রমের ঝড়ো গতিতে ১৮ বলে ৩৩ রান ভোল বদল করে দেয় ম্যাচের। ৬ উইকেটে ২৪৯ রান করে প্রথম বিশ্বকাপ খেতাব অর্জন করে পাকিস্তান। ইতিহাসের পাতায় ঠাঁই পায় সেই ম্যাচটি।