Virat-Vaughan: রুটকে নকল করার ব্যর্থ চেষ্টা! কোহলিকে ছাড়লেন না ভন

জো রুটকে 'নকল' করতে গিয়ে ব্যাপক ট্রোল হয়েছেন বিরাট কোহলি। ট্রোলারদের তালিকায় যোগ দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট এক টেস্টের আগে বিরাটকে কটাক্ষ করার মোক্ষম সুযোগ মিস করলেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Virat-Vaughan: রুটকে নকল করার ব্যর্থ চেষ্টা! কোহলিকে ছাড়লেন না ভন
বিরাটকে কটাক্ষ ভনেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2022 | 2:57 PM

লন্ডন: ক্রিকেটে সনাতনী ফরম্যাটে দু’জনের মধ্যে তুলনা চলেই আসে। বাইগ গজে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন বিরাট কোহলি(Virat Kohli)। নেতৃত্ব ছাড়ার পরও ঠিক সুবিধে করতে পারছেন না। তার ঠিক উল্টোটাই হচ্ছে প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুটের (Joe Root) সঙ্গে। টেস্টে রুটের ব্যাটে রানে ফুলঝুরি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০ হাজারি রানে এলিট ক্লাবে প্রবেশ করেছেন। সেই টেস্টে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে রুটকে ব্যাট ব্যালেন্সিং করতে দেখা গিয়েছিল। ম্যাজিকের (Bat balancing trick) মতো ব্যাটকে মাঠের মধ্যে সোজা দাঁড় করিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার লেস্টারশায়ারে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন তেমনই কিছু একটা করার চেষ্টা করছিলেন বিরাট। তবে সফল হননি। মুহূর্তের মধ্য়ে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রুটকে ‘নকল’ করার চেষ্টা করে বিরাট ব্যর্থতা নিয়ে শুরু হয় সমালোচনা। সেই ট্রেন্ডে গা ভাসালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন।

এমনিতে বর্তমান ধারাভাষ্যকার ভন ক্রিকেট সংক্রান্ত সব বিষয়ে কিছু না কিছু মন্তব্য করেই থাকেন। আলোচনার বিষয়বস্তু ভারতীয় দলের কোনও ক্রিকেটার হলে তো কথাই নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট এক ম্যাচ শুরু হচ্ছে ১ জুলাই। তার আগে কোহলিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। জো রুটের ‘ব্যাট ব্যালেন্সিং ম্যাজিক ট্রিক’-এর অনুকরণে বিরাট কোহলির ‘ব্যর্থতা’র সেই ভিডিয়ো শেয়ার করে ভন লিখলেন, “ব্যাট ব্যালেন্সিং লিগে জো-এর কাছাকাছি নেই বিরাট।” তবে পুরোটাই মজার ছলে তা বোঝাই যাচ্ছে। টিভি স্ক্রিন থেকে তোলা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়েছে।

এই সফরে আকর্ষণের কেন্দ্রে বিরাট। ব্যাটিংয়ে মনোযোগ করতে সব ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন। তাতেও রানের খরা কাটেনি। তিন বছরের বেশি সময় শতরান আসেনি তাঁর ব্যাটে। আইপিএলের পরই বিশ্রাম দেওয়া হয়েছিল। মনসংযোগের সঙ্গে বিরাটের ব্যাটে বড় রান আসুক, সেটাই প্রত্যাশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। প্রথম ইনিংসে ৬৯ বলে করলেন ৩৩ রান। রোমান ওয়াকারের বলে লেগ বিফোর আউট হন। অন ড্রাইভ মারার চেষ্টা করলেও ব্যাটে বলে সংযোগ হয়নি। আম্পায়ার অনেকটা সময় নিয়ে আউট দেন। বিরাট কিছুক্ষণ অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকেন। ৬৯ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংসের ইতি হয় বিরাটের। ভালো শুরু করেও মুহূর্তের মনসংযোগের ব্যাঘাতে বিলেতেও ব্যাটে ব্যর্থতা জারি রইল বিরাটের। দিনের শেষে ভারতের স্কোর ২৮৬-৮।