ICC ODI World Cup 2023: অতিরিক্ত নিরাপত্তার কারণেই হারছে দল, খামতি ঢাকতে পাক ডিরেক্টরের অদ্ভুত সাফাই

Mickey Arthur: সাত বছর পর ভারতে এসেছে পাক দল। বাবরদের আপ্যায়নে কোনও রকম খামতি রাখেনি ভারত। হায়দরাবাদ, আমেদাবাদ, বেঙ্গালুরু, কলকাতা যেখানেই গিয়েছে পাক দল, অফুরাণ ভালোবাসা পেয়েছে তারা। নিজের মুখেই এ কথা স্বীকার করেন পাক অধিনায়ক বাবর আজম। তবে হঠাৎ করে কেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন? দলের খামতি ঢাকতেই কি অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা করছেন পাক ডিরেক্টর?

ICC ODI World Cup 2023: অতিরিক্ত নিরাপত্তার কারণেই হারছে দল, খামতি ঢাকতে পাক ডিরেক্টরের অদ্ভুত সাফাই
মিকি আর্থার ও বাাবর আজম
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 3:10 PM

নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভাগ্য সঙ্গ দিচ্ছে না পাকিস্তানের (Pakistan)। সাত ম্যাচের তিনটিতে জয়। পাক প্লেয়ারদের ফিটনেস, অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব সবই প্রশ্নের মুখে। প্রশ্ন তুলছেন খোদ সিনিয়ররা। বিশ্বকাপের পর বাবরের অধিনায়কত্ব আদৌ থাকবে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। দলের এই অসময়ে ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাক ডিরেক্টর মিকি আর্থার। মিকির সাফাই, অতিরিক্ত নিরাত্তার কারণেই ভালো পারফর্ম করতে পারছে না দল। এই বিষয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports– এর এই প্রতিবেদনে।

পরিস্থিতি সামলে শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ জয়ের সন্ধানে মাঠে নেমেছে বাবর আজমরা। আর ম্যাচের আগে সাংবাদিক সম্মলনে মিকি আর্থার জানান, ভারতে পাকিস্তান ক্রিকেটারদের অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। যার প্রভাব পড়ছে তাঁদের পারফরম্যান্সের উপর। মিকির কথায়, “ভারতে অতিরিক্ত নিরাপত্তার মধ্যে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলতে, আমার নিজের জন্যও একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক দেশে লকডাউনের সময় যেমন ঘরবন্দি থাকতে হয়েছিল এখানে আমাদের অবস্থাটা ঠিক তেমন। হোটেলের বারান্দা ছাড়া আর কোথাও যাওয়ার উপায় নেই।” এখানেই শেষ নয়, মিকির সংযোজন, “পাক ক্রিকেটাররা খোলামেলা পরিবেশে থাকতে অভ্যস্থ। এখানের পরিবেশ একেবারেই তেমন নয়। ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকতে হচ্ছে। হোটেলের মধ্যে যতই মনোরঞ্জনের ব্যবস্থা করা হোক, বাইরে না যেতে পারলে কীভাবে থাকবে তাঁরা? আমরা নিজেদের মধ্যে হাসি-ঠাট্ট করে একে অপরকে ভালো রাখার চেষ্টা করছি।”

সাত বছর পর ভারতে এসেছে পাক দল। বাবরদের আপ্যায়নে কোনও রকম খামতি রাখেনি ভারত। হায়দরাবাদ, আমেদাবাদ, বেঙ্গালুরু, কলকাতা যেখানেই গিয়েছে পাক দল, অফুরাণ ভালোবাসা পেয়েছে তারা। নিজের মুখেই এ কথা স্বীকার করেন পাক অধিনায়ক বাবর আজম। তবে হঠাৎ করে কেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন? দলের খামতি ঢাকতেই কি অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা করছেন পাক ডিরেক্টর? প্রশ্ন তুলছেন কেউ-কেউ। দল হারলে বা খারাপ পারফর্ম করলে একে অপরের দিকে আঙুল তোলা, অধিনায়ককে কাঠগড়ায় দাঁড় করানো পাকিস্তন ক্রিকেটে নতুন নয়। এ বারও কি সেই একই পথে হাঁটছে পাক ক্রিকেট? উঠছে প্রশ্ন।