ICC World Cup 2023: প্রাক্তন পাক ক্রিকেটারের আলটপকা মন্তব্য! একহাত নিলেন ওয়াসিম আক্রম

বিশ্বকাপে সাতে সাত জয়ের পর সারা বিশ্বে বন্দিত হচ্ছে ভারতীয় দল। সব ভালোর মধ্যেও নিন্দুকরা অবশ্য চুপ থাকেন না। যে কারণে, বিশ্বকাপে ভারতের সাফল্যের পিছনে অন্য কারণ দেখছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। বিশ্বকাপের মাঝে আলটপকা মন্তব্য করেছেন হাসান রাজা।

ICC World Cup 2023: প্রাক্তন পাক ক্রিকেটারের আলটপকা মন্তব্য! একহাত নিলেন ওয়াসিম আক্রম
ICC World Cup 2023: প্রাক্তন পাক ক্রিকেটারের আলটপকা মন্তব্য! একহাত নিলেন ওয়াসিম আক্রম।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 3:55 PM

করাচি: বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের (Team India) অশ্বমেধের ঘোড়া ছুটছে। বিশ্বকাপে সাতে সাত জয়ের পর সারা বিশ্বে বন্দিত হচ্ছে ভারতীয় দল। সব ভালোর মধ্যেও নিন্দুকরা অবশ্য চুপ থাকেন না। যে কারণে, বিশ্বকাপে ভারতের সাফল্যের পিছনে অন্য কারণ দেখছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। বিশ্বকাপের মাঝে আলটপকা মন্তব্য করেছেন হাসান রাজা। তাঁর মতে, চলতি বিশ্বকাপে ভারত আলাদা, বিশেষ বলে খেলছে। এর পিছনে আইসিসি ও বিসিসিআইয়ের হাত রয়েছে বলতেও পিছপা হননি তিনি। এ বার হাসান রাজাকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন পাক তারকা ওয়াসিম আক্রম (Wasim Akram)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা বলেছিলেন, তাঁর মনে হয়েছে বিশ্বকাপে ভারতীয় বোলারদের আলাদা বল দেওয়া হচ্ছে। যার ফলে ভারতের বোলাররা বিশ্বকাপে বেশি সুইং পাচ্ছেন। এই নিয়ে ওয়াসিম আক্রমকে এক পাক চ্যানেলে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি গত কয়েকদিন ধরে এই নিয়ে শুনছি। নিজের অসম্মান তো করাচ্ছই, আর সারা বিশ্বকাপের সামনে তামাশা না করলেই নয়। এটা ভীষণই সহজ একটা বিষয়। কী ভাবে এই সব মাথায় আসে বুঝি না। টস হওয়ার পর ম্যাচের আগে আম্পায়ার আসে যে দল প্রথমে বল করবে তাদের কাছে। সেখানে ১২টি বল থাকা একটি বাক্স নিয়ে আসেন। চারজন আম্পায়ার থাকেন, রেফারি থাকেন আরও অনেকেই থাকেন। যে দল প্রথমে বল করে তারা একটি বল বেছে নেয় প্রথম পছন্দ হিসেবে। তারপর দ্বিতীয় পছন্দ হিসেবে আর একটি বল বাছে। ওই দুটি বল আম্পায়ার রাখেন নিজের দুটি পকেটে। একটা বল খারাপ হলে যাতে দ্বিতীয়টা নিতে পারে প্রথমে বোলিং করা টিম।’

আক্রমের কথায় সবই জলের মতো পরিস্কার। কোনও দলই বল নিয়ে আলাদা সুবিধে পায় না। তিনি বলেন, ‘এরপর বাকি ৮টি বল বক্সে করেই আর এক ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকেই থাকে। ঠিক একই ভাবে দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে, তারাও ২টি বল বেছে নেয়। তা নিয়ে পকেটে ভরেন আম্পায়ার। তিনি এরপর চতুর্থ আম্পায়ার ও অন ফিল্ড আম্পায়ারকে দিয়ে জানিয়ে দেন প্রথমে বোলিং করবে যে দল তাদের বেছে নেওয়া দুটি বল কোনগুলো। আর দ্বিতীয় ইনিংসে বোলিং করবে যে দল তাদের পছন্দের ২টি বল কোনগুলো। ওই রুমে রেফারি বসে থাকেন, অন্যরাও থাকেন। তা হলে এমন ভাবনা আসে কোথা থেকে?’

পাকিস্তানের যে চ্যানেলে এই কথাগুলি বলেন আক্রম, সেই শোয়ে ছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকও। তিনি এই বিষয়ে বলেন, ‘আসলে বিশ্বকাপে ভারতীয় দল ভালো বল করছে। আর এটা অনেকে সহ্য করতে পারছে না। যার ফলে নিন্দা করছে।’ আক্রম এরপরই জানান, তিনি মনে করেন ভারতীয় বোলাররা সেভাবেই বোলিংটা রপ্ত করেছে। তাতেই সাফল্য আসছে। একইসঙ্গে তিনি জানান, গত ৩-৪ দিন ধরে তিনি লক্ষ্য করেছেন পাকিস্তানের কোনও বোলারই সেই অর্থে সুইং পাচ্ছেন না। এই পরিস্থিতিতে আজ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে পাকিস্তান।