IND vs SA, ICC World Cup 2023 Live Streaming: রবিবার ইডেনে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কোথায় দেখবেন কোহলি-ডি’ককদের দ্বৈরথ?
India vs South Africa, ICC world Cup 2023 Live Streaming: রবিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে এই দু'টো দল সবচেয়ে সফল। টানা ৭ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে ভারত। আর ৭টি ম্যাচ খেলে ৬টি জয় ও ১টি হারের পর পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
কলকাতা: বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি প্রকাশ হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর ছিল ৫ নভেম্বরের ম্যাচে। আগামিকাল সেই ৫ নভেম্বর। বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। ইডেন গার্ডেন্সে আগামিকাল রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। রবি-দুপুর জমবে চলতি বিশ্বকাপের ২ সেরা দলের লড়াইয়ে। পয়েন্ট টেবলের এক ও দুই নম্বর দল ক্রিকেটের নন্দনকানন মাতাবে। এ বারের বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত ভারত। মেন ইন ব্লু অশ্বমেধের ঘোড়া কি থামাবে প্রোটিয়ারা? উত্তর মিলবে আগামিকাল। আপাতত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ম্যাচ।
হেড টু হেড – ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ৫ নভেম্বর অর্থাৎ রবিবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের লাইভ টেলিকাস্ট?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে )।