ICC Rankings: ওয়ান ডে-র শীর্ষে মিতালি, টি-২০তে এগোলেন স্মৃতি
আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের (ICC Rankings) শীর্ষে ফিরলেন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। পাশাপাশি টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন ভারতের স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
দুবাই: আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের (ICC Rankings) শীর্ষে ফিরলেন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। পাশাপাশি টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন ভারতের স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রথম ১০-এ ঢুকে পড়লেন তিনি।
৭৬২ পয়েন্ট নিয়ে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন মিতালি রাজ। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্টেফানি টেলর মিতালিকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন। বর্তমান প্রকাশিত তালিকায় টেলর চার ধাপ পিছিয়ে গিয়ে পৌঁছে গেছেন ৫ নম্বরে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৬। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার লিজেল লি (৭৫৮), অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি (৭৫৬) ও ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (৭৫৪)। ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধনা ৭০১ পয়েন্ট নিয়ে রয়েছেন ৯ নম্বরে।
? @M_Raj03 has regained her position as the No.1 batter on the @MRFWorldwide ICC Women's ODI Player Rankings.
Full list: https://t.co/jxTLqOK1gm pic.twitter.com/oAHUTu4eRY
— ICC (@ICC) July 20, 2021
আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বোলারদের প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন দুই বোলার। পাঁচ নম্বরে রয়েছেন ঝুলন গোস্বামী ও পুণম যাদব নয় নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় ভারতে দীপ্তি শর্মা পাঁচ নম্বরেই রয়েছেন।
আইসিসির সদ্য প্রকাশিত সাপ্তাহিক মহিলাদের টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের শেফালি ভার্মা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৫৯। ভারতের আর এক তারকা ব্যাটার স্মৃতি মান্ধনা টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি এক ধাপ উঠে এসে তিন নম্বরে পৌঁছে গেছেন। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭১৬।
India opener @mandhana_smriti breaks into the top 3 of the @MRFWorldwide ICC Women’s T20I Player Rankings for batting ?
Full list: https://t.co/7mJqEu4Hxr pic.twitter.com/iYBDLcLFj0
— ICC (@ICC) July 20, 2021
আইসিসির টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দীপ্তি শর্মা ও পুণম যাদব রয়েছেন যথাক্রমে ছয় এবং আট নম্বরে। টি-২০ অলরাউন্ডারের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা।
আরও পড়ুন: IND vs SL 2nd ODI Live: সিলভার উইকেট হারাল শ্রীলঙ্কা