Mohun Bagan : ইডেনে সমর্থকদের বাধা, কেকেআরের বিরুদ্ধে তোপ দাগল মোহনবাগান
KKR vs LSG, Eden Gardens : এরপরই মোহনবাগান লেখা পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে বাধ্য হয় লখনউ। তবে ম্যাচের দিনও সমস্যায় পড়েন মোহনবাগান সমর্থকরা।
কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে এ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর এ বারই প্রথম আইএসএল জেতে সবুজ মেরুন। সমর্থকরা অবশ্য মোহনবাগানের নামের আগে এটিকে নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন। সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে অবশেষে মোহনবাগানের সামনে থেকে এটিকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। ১ জুন থেকেই সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। মোহনবাগানের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা লখনউ সুপার জায়ান্টসের অন্যতম কর্ণধার। শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচের আগেই লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট ঘোষণা করেছিল, কলকাতা এবং মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সিতে নামবে তারা। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানকে নিয়ে পোস্টও করে লখনউ সুপার জায়ান্টস। যদিও আইপিএলের ‘কোনও এক’ ফ্র্যাঞ্চাইজি স্বার্থের সংঘাতের অভিযোগ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এরপরই মোহনবাগান লেখা পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে বাধ্য হয় লখনউ। তবে ম্যাচের দিনও সমস্যায় পড়েন মোহনবাগান সমর্থকরা। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
শনিবার ইডেনে ঢোকার মুখে সমস্যায় পড়েন বহু সমর্থক। অভিযোগ, মোহনবাগানের জার্সি, স্কার্ফ নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় তাদের। অনেকে নিয়ে ঢুকলেও সেই ব্যানার গ্যালারি থেকে সরিয়ে দিতে বলা হয়। মোহনবাগানের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘মোহনবাগান সমর্থকদের জন্য ২০ মে (শনিবার) কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি স্পেশাল ছিল। কেন না, লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটাররা প্রিয় সবুজ মেরুন জার্সিতে মাঠে নেমেছিলেন।’
এরপরই কেকেআর টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দাগেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। প্রেস বিবৃতিতে আরও লেখা রয়েছে, ‘কেকেআর টিম ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। মোহনবাগান সমর্থকরা এই ম্যাচে শুধু লখনউকে সমর্থন করতে গিয়েছিলেন তা নয়। কেকেআরের সমর্থকও ছিলেন। কিন্তু তারা মোহনবাগান জার্সি পরে মাঠে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়।’