Yashasvi Jaiswal: কেরিয়ারে সবচেয়ে বড় অবদান দু-জনের, জানালেন যশস্বী

MS Dhoni and Virat Kohli: আইপিএলের ১৬তম সংস্করণ যশস্বীর কেরিয়ারে নতুন মোড়। সেঞ্চুরিও করেছেন গত আইপিএলে। তার সঙ্গে প্রাপ্তি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে কথা বলার সুযোগ।

Yashasvi Jaiswal: কেরিয়ারে সবচেয়ে বড় অবদান দু-জনের, জানালেন যশস্বী
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 7:13 PM

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর অপেক্ষায় বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকেই ভারতীয় দলে নানা বদলের সম্ভাবনা তৈরি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দলে একাধিক তরুণ মুখ। তার মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। গত আইপিএলে অনবদ্য পারফর্ম করেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইননালে স্ট্যান্ড বাই ছিলেন। এ বার টেস্টে মূল স্কোয়াডে। কেরিয়ারের এই উত্থানে দু-জনের ভূমিকা অপরিসীম, বললেন যশস্বী জয়সওয়াল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের ১৬তম সংস্করণ যশস্বীর কেরিয়ারে নতুন মোড়। সেঞ্চুরিও করেছেন গত আইপিএলে। তার সঙ্গে প্রাপ্তি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে কথা বলার সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই স্কোয়াডে থাকায় বিরাটের সঙ্গে নেটে অনুশীলনেরও সুযোগ পেয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে যশস্বী নানা বিষয়েই কথা বলেন। তাঁর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রসঙ্গেও খোলসা করলেন।

ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার বলেন, ‘বিরাট (কোহলি) ভাইয়া এবং এমএস (ধোনি) স্যারের বড় ভূমিকা রয়েছে আমার কেরিয়ারে। ওদের থেকে পরামর্শ নিয়েছি। সেই পরামর্শ আমার উন্নতিতে দারুণ কাজে দিয়েছে। ওদের দু-জনের অভিজ্ঞতা প্রচুর। সর্বোচ্চ স্তরে দীর্ঘ সময় খেলেছে। ওদের সঙ্গে কথা বলা মানেই নতুন কিছু শেখা। শুধু তাই নয়, ওদের খেলা দেখে ব্যাটিং, ফিল্ডিং, শরীরীভাষা, ক্রিজে পায়ের মুভমেন্ট, কোন শট কীভাবে খেলতে হবে, এমন অনেক কিছুই শেখা যায়।’

বিরাট কোহলি প্রসঙ্গে যশস্বী আরও বলছেন, ‘বিরাট ভাইয়া লেজেন্ড। আইপিএলের সময় ওর সঙ্গে অনেক পরামর্শ নিয়েছি। তেমনই আইপিএলের সময় ধোনি স্যারের সঙ্গেও কথা বলেছি। ক্রিকেটের বিষয়ে নানা পরামর্শই দিয়েছে। যেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি।’