MS Dhoni : চিপকের গ্যালারিতে তুমুল গর্জন, কানেই গেল না ধারাভাষ্যকারের কথা; কী করলেন ধোনি?
Crowd roar in Chepauk : চলতি আইপিএলে (IPL 2023) ঘরের মাঠে শেষ ম্যাচে খেলল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। কেকেআর এই ম্যাচে সিএসকেকে হারিয়েছে। ওই ম্যাচের শেষে ধোনির এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মাহি স্পিকারের আওয়াজ বাড়াচ্ছেন।
চেন্নাই : মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে ভক্তদের বিন্দুমাত্রা উত্তেজনার অন্ত নেই। একচল্লিশের মাহি ২২ গজে নামা মানেই তিনি বরাবরই ফ্যানেদের ফোকাসে থাকেন। চিপকের গ্যালারি তাঁর এক ঝলকের অপেক্ষায় থাকে। শুধু চিপকই নয়, ধোনি যেখানেই খেলতে যান সেখানকার ভক্তরা তাঁর জন্য গ্যালারিতে ভিড় জমান। তাঁর সমর্থনে গলা ফাটান। মাহি ম্যানিয়া ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। তাই তো তিনি মাঠে নামলেই গ্য়ালারি ‘ধোনি-ধোনি’ ও ‘মাহি-মাহি’ রবে উত্তাল হয়ে ওঠে। রবিবারের আইপিএল (IPL 2023) ম্যাচেও তেমন দৃশ্য দেখা গিয়েছে। কেকেআরের বিরুদ্ধে ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় পুরো চিপক মাহি নাম জপ করছিল। ম্যাচ শেষেও ছবিটা বদলায়নি। যার ফলে পোস্ট ম্যাচ সাক্ষাৎকার দিতে গিয়ে বিপাকে পড়েন ধোনি। সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) ম্যাচের শেষে ধোনির এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মাহি স্পিকারের আওয়াজ বাড়াচ্ছেন। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে রবি-রাতে ম্যাচ পরবর্তী উপস্থাপনা চলাকালীন মাহি যখন কথা বলতে শুরু করেন, সেই সময় চিপকের গ্যালারি ফের গর্জে ওঠে। ধারাভাষ্যকার সাইমন ডুল সেই সময় ধোনিকে কী প্রশ্ন করেন, ওই গ্যালারির গর্জনের কারণে মাহি তা শুনতেই পাননি। ইশারা করে বোঝান যে, তিনি প্রশ্ন শুনতে পাচ্ছেন না। এরপর ধোনিকে মুচকি মুচকি হাসতে দেখা যায়। খানিকক্ষণ পর ফের কান খাড়া করে ধারাভাষ্যকারের প্রশ্ন শোনার চেষ্টা করেন ধোনি। সে বারও ব্যর্থ হন। এরপরই তিনি স্পিকারের ভলিউম বাড়িয়ে দেন। তারপর ধারাভাষ্যকারের প্রশ্নের উত্তর দেন।
— ChhalRaheHainMujhe (@ChhalRahaHuMain) May 15, 2023
MS Dhoni turns up volume of speaker after failing to hear commentators due to crowd’s noise? pic.twitter.com/h3ENjt7SDp
— that_messy_girl727 (@Ishikagupta727) May 15, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দৃশ্য। আসলে ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের উচ্ছ্বাস কখনও কমে না। তাই ম্যাচ শেষ হয়ে গেলেও গ্যালারি ফাঁকা হয়ে যাওয়ার জায়গায়, পোস্ট ম্যাচের সময় মাহিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর অনুরাগীরা। তাই মাহি কথা বলতে যাওয়ার সময় সেই অপেক্ষার ঝলকই ভেসে উঠেছিল।