IPL 2022: চেন্নাই সুপার কিংসের কোন প্লেয়ার ভিসা সমস্যায় আটকে পড়েছেন?
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে ওই ক্রিকেটারের ভিসা সংক্রান্ত সমস্যার ব্যাপারে জানিয়েছেন।
নয়াদিল্লি: করোনা আবহে দেশের মাটিতেই আর মাত্র ৫ দিন পর শুরু হবে এ বারের আইপিএল (IPL)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১০টি দলই টুর্নামেন্ট শুরুর আগে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এরই মধ্যে আইপিএল-১৫ শুরুর আগে চিন্তা সিএসকে (CSK) শিবিরে। একে দলের সব থেকে দামি প্লেয়ারকে মাহিরা আসন্ন আইপিএলে পাবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। তার মধ্যে জানা গিয়েছে ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। চোট বা বাবল ক্লান্তির জন্য তিনি সরে দাঁড়িয়েছেন টুর্নামেন্ট থেকে, এমনটা নয়। বরং তিনি নিজের দেশে আটকে পড়েছেন ভিসা সমস্যায়। ভারতে আসার জন্য তাঁর ভিসার আবেদন মঞ্জুর হয়নি। আর তাতে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ইয়েলোব্রিগেডের।
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে মইন আলির ভিসা সংক্রান্ত সমস্যার ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেন, “২৮ ফেব্রুয়ারি তিনি ভিসার জন্য আবেদন করেছিলেন। তার পর ২০ দিন কেটে গিয়েছে। তিনি কিন্তু প্রায়শই ভারতে যাতায়াত করেন। তা সত্ত্বেও এতদিন পরও তিনি প্রয়োজনীয় নথিপত্র পাননি। তবে আমরা আশা করছি তিনি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।”
একইসঙ্গে সিএসকে সিইও আরও বলেন, “এমনকি বিসিসিআইও আমাদের সাহায্য করছে। আমরা আশা করছি সোমবারের মধ্যে তিনি কাগজপত্র পেয়ে যাবেন। তিনি আমাদের বলেছেন যে কাগজপত্র পাওয়ার পর তিনি পরবর্তী ফ্লাইটেই এদেশে আসবেন।”
সোমবার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়ে তারপর ভারতে আসতে পারলে, মইন আলিকে তিনদিন বাধ্যতামূলক কোয়ারান্টিন কাটাতে হবে। কোয়ারান্টিন সম্পন্ন হলেই তবে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
আরও পড়ুন: IPL 2022: টিমের চমৎকার ভারসাম্য ট্রফির স্বপ্ন দেখাচ্ছে কাকে?
আরও পড়ুন: IPL 2022: আসন্ন আইপিএলে দেখা যাবে না যে পাঁচ বিদেশি ক্রিকেটারকে, দেখুন ছবিতে