MS Dhoni: মাঝ রাতে কেক কেটে বার্থডে সেলিব্রেশন, সাক্ষী হঠাৎ প্রণাম করতেই যা করলেন ধোনি…
Watch Video: সাক্ষী সিং ধোনি নিজের ইন্সটাগ্রামে মহেন্দ্র সিং ধোনির বার্থডে সেলিব্রেশনের ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে একটি হাফ হাতা জামা পরে রয়েছেন ধোনি। পাশে থাকা সাক্ষী সাদা রংয়ের সালোয়ার পরেছিলেন। কেক কেটে ধোনি প্রথমেই খাইয়ে দেন সাক্ষীকে।
কলকাতা: আজ ৭ জুলাই। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বিশেষ দিন। কিন্তু কেন? আইসিসির তিনটি ট্রফির মালিক মহেন্দ্র সিং ধোনির (MD Dhobi) আজ যে জন্মদিন (Birthday)। মাহি ভক্তরা অবশ্য কয়েকদিন আগে থেকেই তাঁর জন্মদিনের সেলিব্রেশন করা শুরু করে দিয়েছেন। ৪৩-এ পা দিলেন মাহি। মাঝ রাতে কেক কেটে বার্থডে সেলিব্রেট করেছেন ধোনি। পাশে ছিলেন স্ত্রী সাক্ষী ধোনি। তাঁরা একে অপরকে কেক খাইয়ে দেওয়ার পর হঠাৎ করেই সাক্ষী প্রণাম করেন ধোনিকে। তারপর…
সাক্ষী নিজের ইন্সটাগ্রামে ধোনির বার্থডে সেলিব্রেশনের ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে একটি হাফ হাতা জামা পরে রয়েছেন ধোনি। পাশে থাকা সাক্ষী সাদা রংয়ের সালোয়ার পরেছিলেন। কেক কেটে ধোনি প্রথমেই খাইয়ে দেন সাক্ষীকে। এরপর সাক্ষীও কেক খাওয়ান ধোনিকে। সাক্ষী এরপর পাশে সরে যান। আবার হঠাৎ করেই ফিরে এসে ধোনিকে প্রণাম করেন। মুচকি হাসতে হাসতে ধোনি তাঁকে আশীর্বাদ করার ইশারা করেন। এরপর হেসে সাক্ষী আবার ধোনির ডানদিকে চলে যান। সাক্ষীর কাণ্ড দেখে সেখানে থাকা সকলে হেসে ওঠেন।
View this post on Instagram
এরপর ধোনি হঠাৎ করেই প্রশ্ন করেন, কেক এগলেস কিনা? উত্তরে কেউ জানান, সবগুলিই এগলেস। ভিডিয়োতে দেখা যায় ৩টি কেক ছিল পাশাপাশি। তার মধ্যে বড় কেকটি কাটেন ধোনি। ওই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে হুকুম মিউজিক বাজছিল। সাক্ষীর ওই ভিডিয়োতে প্রচুর লাইক, কমেন্ট পড়েছে। ভিডিয়োটির ক্যাপশনে ধোনিপত্নী লেখেন, ‘হ্যাপি বার্থডে মাহি।’ সঙ্গে একটি লাল হৃদয় ও একটি এভিল আইয়ের ইমোজি। ও ভিডিয়োটি নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে।