ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে অ্যাডিলেডে কোভিড ধাক্কা

হঠাৎ করেই ফের কোভিডের ধাক্কা অস্ট্রেলিয়ার অ্য়াডিলেডে। আর তাই টিম পেইন সহ ক্রিকেটারদের আইসোলশেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডেই ভারত-অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্ট।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে অ্যাডিলেডে কোভিড ধাক্কা
হঠাৎ করেই ফের কোভিডের ধাক্কা অস্ট্রেলিয়ার অ্য়াডিলেডে। আর তাই টিম পেইন সহ ক্রিকেটারদের আইসোলশেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডেই ভারত-অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্ট।
Follow Us:
| Updated on: Nov 16, 2020 | 11:48 AM

TV9 বাংলা ডিজিটাল –  সবই এগোচ্ছিল প্রত্য়াশা মত। কিন্তু হঠাৎ করেই ফের কোভিডের (COVID) ধাক্কা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। আর তাই টিম পেইন সহ ক্রিকেটারদের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডেই(ADELAIDE)ভারত-অস্ট্রেলিয়া (IND VS AUS)পিঙ্ক বল টেস্ট। সেই ম্যাচ থেকেই ফের মাঠে দর্শকদের উপস্থিত হওয়ার কথা। কিন্তু শহরে নতুন করে কোভিড হামলায় চিন্তার মেঘ ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের কপালে। যদিও প্রত্যাশা মতই ম্যাচ আয়োজনের ব্যপারে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা।

অস্ট্রেলিয়া পৌঁছে ইতিমধ্যেই টি-২০ ও একদিনের সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। বায়ো-বাবলের মধ্যেই আছেন ক্রিকেটাররা। নেট প্র্যাকটিস থেকে ফিটনেস সেশন চলছে ক্রিকেটারদের। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর সিডনিতে। তার ঠিক একদিন আগে কোয়ারেন্টিন পর্ব শেষ হবে ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু সমস্যা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে।

পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া মত এলাকায় আবার নতুন করে কোভিডের প্রকোপ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার বাকি অংশের সঙ্গে এই অংশগুলির বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছা হয়েছে। পাশাপাশি বাইরে থেকে আসা সমস্ত মানুষকে ১৪দিনের হোটেল কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইন ও অজি টেস্ট দলের সদস্য ম্যাথিউ ওয়েড তাসমানিয়ার হয়ে শিফেল্ড শিল্ডের ম্যাচ খেলেছেন। তাই সব ক্রিকেটারেদর আইসোলেশনের ব্যাবস্থা করা হয়েছে। পাশাপাশি করা হবে ক্রিকেটারদের কোভিড পরীক্ষা। নতুন করে ওঠা কোভিড চিন্তার মাঝেও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা যদিও আশাবাদী। এক অজি সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বেশি চিন্তার কিছু নেই।