T20 World Cup 2021: গাপ্টিল বিস্ফোরণে শেষ চারের আরও কাছে কিউয়িরা

ক্রিকেট আজকাল ছোট-বড় ভাবনা থেকে বেরিয়ে এসেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট। কে যে কোন দিন খেলে দেবে, নিশ্চিত করে বলা যায় না। টিমগেম থাকলে তো কথাই নেই। স্কটরা সেটাই তুলে ধরার চেষ্টা করল।

T20 World Cup 2021: গাপ্টিল বিস্ফোরণে শেষ চারের আরও কাছে কিউয়িরা
T20 World Cup 2021: গাপ্টিল বিস্ফোরণে শেষ চারের আরও কাছে কিউয়িরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 8:39 PM

নিউজিল্যান্ড ১৭২-৫ (২০ ওভারে) স্কটল্যান্ড ১৫৬-৫ (২০ ওভারে)

দুবাই: টস আর ওপেনার— টি-টোয়েন্টি ম্যাচে সাফল্য খুঁজতে হলে এই দুইয়ের রসায়ন দরকার। পাকিস্তান কিংবা ইংল্যান্ড, এমনকি ছোট থেকে বড় হয়ে ওঠা আফগানিস্তানও এই মিশ্রনেই ম্যাচ জয়ের রাস্তা তৈরি করছে। নিউজিল্যান্ডও সেই ছকেই জয় পেল। বলা ভালো, সেমিফাইনালের অঙ্ক-জটও অনেকটাই কাটিয়ে ফেলল কেন উইলিয়ামসনের টিম। আফগানিস্তান যদি ভারতের কাছে হারে, রশিদ খানদের যদি নিউজিল্যান্ড হারায়, তা হলে আর অঘটনের অবকাশ থাকবে না। পাকিস্তানের পর গ্রুপ বি থেকে শেষ চারে পা রাখবে কিউয়িরা।

পাক ওপেনার মহম্মদ রিজওয়ান এখন নতুন সেনসেশন টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রতি ম্যাচেই ঝড় তুলছেন। ইংল্যান্ডের জস বাটলারের একমাত্র সেঞ্চুরির ঘোর কাটাতে পারছে আমিরশাহি। আর তার মধ্যেই মার্টিন গাপ্টিলের মারকাটারি ইনিংস। ৫০ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংসটা যদি হঠাৎ থমকে না যেত, তা হলে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরির ঝলক থাকত তাঁর ব্যাটে। ওয়ান ডে-তে বরাবরই বিস্ফোরক ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। কিন্তু স্কটল্যান্ড ম্যাচে দুরন্ত পারফর্ম করলেন। বিশেষ করে ড্যারেল মিচেল (১৩) ও কেন উইলিয়ামসনের (০) দ্রুত হারানোর পর একপ্রকার চাপেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড় করালেন গাপ্টিলই।

উল্টো দিকে নিজের কাজটা করে গেলেন গ্লেন ফিলিপস। ৩৭ বলে ৩৩ রান টি-টোয়েন্টিতে অনেক সময় মূল্যবান হয়ে যায়। বিশেষ করে একটা বড় পার্টনারশিপ। ৩-৫২ থেকে সেই কাজটা দায়িত্ব নিয়ে করলেন ফিলিপস। ১৭২-৫ স্কোরবোর্ডে ওঠার পর বিপক্ষ যে চাপে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। তবু স্কটদের কৃতিত্ব দিতে হবে। মাত্র ১৬ রানে হারার জন্য।

ক্রিকেট আজকাল ছোট-বড় ভাবনা থেকে বেরিয়ে এসেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট। কে যে কোন দিন খেলে দেবে, নিশ্চিত করে বলা যায় না। টিমগেম থাকলে তো কথাই নেই। স্কটরা সেটাই তুলে ধরার চেষ্টা করল। জর্জ মুনসে (২২), কাইল কোয়েটজার (১৭), ম্যাথু ক্রস (২৭), রিচি ব্যারিংটনরা ম্যাচ জেতার (২০) যাবতীয় শর্ত পূরণ করে দিচ্ছিলেন। মিচেল লিস্কের ২০ বলে নট আউট ৪২টা তো তুলনাহীন। মনে হচ্ছিল, ম্যাচটা জিতিয়ে দেবেন স্কটল্যান্ডকে।

অভিজ্ঞতার এই এক গুরুত্ব। ধৈর্য ধরতে শেখায়। সঠিক সময়ের অপেক্ষা করতে শেখায়। আর শেখায়, ভুলের ফসল তুলতে। ট্রেন্ট বোল্ট, ঈশ সোধিরা ২টো করে উইকেট নিলেন। ১টা নিলেন টিম সাউদি।

আরও পড়ুন: India vs Afghanistan Live Score, T20 World Cup 2021: হিটম্যানের পর লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি, জমজমাট ওপেনিং জুটিতে আফগানদের বিরুদ্ধে এগোচ্ছে টিম ইন্ডিয়া