Rohit Sharma : বিশ্বকাপে কেউ ‘অটোমেটিক চয়েস’ নয়! রাহুল-শ্রেয়সদের বার্তা রোহিতের
বিশ্বকাপের জন্য অটোমেটিক চয়েস ভেবে না নেয়। সবাইকে লড়ে জায়গা আদায় করে নিতে হবে। বলে দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা।
কলকাতা : ওডিআই বিশ্বকাপের মতো মেগা আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে ভারতে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম আয়োজক দেশ। সারা বিশ্বের নজর ভারত ও ভারতীয় দলের দিকে। ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বজয় করার জন্য কেমন দল গড়বে ভারত, জানতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যেই দেশ বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতো করে ভারতীয় দল বেছে নিচ্ছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরার মতো নামগুলি যেখানে কমন। এই সিনিয়র ক্রিকেটারদের ছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের কথা ভাবাও যায় না। চোট পাওয়া লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারকে বিশ্বকাপ দলে দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্যকুমার যাদবকে ওডিআইতে টি ২০ ফরম্যাটের রূপে দেখতে চাইছে বিসিসিআই। তবে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বলে দিচ্ছেন, কেউ যেন নিজেকে বিশ্বকাপের জন্য অটোমেটিক চয়েস ভেবে না নেয়। সবাইকে লড়ে জায়গা আদায় করে নিতে হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
রোহিত আরও বলেছেন, “এশিয়া কাপে দলের কয়েকজন ব্যাটারকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে চাপের মুখে ভালো ব্যাট করতে দেখতে চাই। একটা বা দুটো নামের থেকে একঝাঁক বিকল্প থাকাটা সবসময় জরুরি। আশা করি ওরা (শ্রেয়স, রাহুল) সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে। এটাই সবচেয়ে জরুরি। চারমাস ধরে এনসিএ-তে থেকে পরিশ্রম করছে। পজিটিভ দেখাচ্ছে। আমরা আশা করতেই পারি।”