Trent Boult : গতবারের ফেলে আসা বিশ্বকাপ জিততে প্রত্যাবর্তন বোল্টের

ঠোঁট আর কাপের মধ্যে ফারাকটা রয়ে গিয়েছিল চার বছর আগে। ফেলে আসা বিশ্বকাপ ট্রফি এ বার জিততে চান ট্রেন্ট বোল্ট।

Trent Boult : গতবারের ফেলে আসা বিশ্বকাপ জিততে প্রত্যাবর্তন বোল্টের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 9:07 AM

কলকাতা : বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিল। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের নাটকীয় ফাইনাল মুখে চওড়া হাসি ফুটিয়েছিল ইংল্যান্ডের। আর নিউজিল্যান্ড শিবিরে হতাশার ছায়া। প্রবল বিতর্কিত সেই ফাইনালের পর আরও একটা ওডিআই বিশ্বকাপ আসন্ন। এ বার ভারতের মাটিতে। চারবছর আগে ফেলে আসা স্বপ্নকে এ বার ধরে ফেলতে চান কিউয়ি দলের ৩৪ বছরের তারকা পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। ৩৫ ম্যাচ পর নিউজিল্যান্ড দলে ফিরেছেন তিনি, শুধুমাত্র ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) খেলবেন বলে। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন। এরপর কাপ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে রওনা দেবেন ভারতের উদ্দেশে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

শুধু ২০১৯ সালের আগে ২০১৫তেও ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। সে বারও খালি হাতে ফিরতে হয়। দু’বারই ফাইনালে খেলেছিলেন কিউয়ি পেসার। বিশ্বকাপ জয়ের খুব কাছ থেকে ফিরে আসার যন্ত্রণাটা তিনি ভালোমতো বোঝেন। তাই ভারতের মাটিতে লক্ষ্য পূরণ করে ফেলতে চান বোল্ট। প্রায় একবছর পর নিউজিল্যান্ড দলে ফিরে বোল্ট বলেছেন, “বিশ্বকাপকে মাথায় রেখে আমার ফিরে আসা। গতবারের ওডিআই বিশ্বকাপ ছিল ব্যপক উত্তেজনার। তাই আরও একটি বিশ্বকাপে নিজেকে দেখতে মুখিয়ে রয়েছি। আশা করছি দলের হয়ে অবদান রাখতে পারব। ঝাঁ চকচকে ট্রফিটা তুলে ধরতে চাইছি। চারবছর আগে যেটার খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। সেটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।”

প্রসঙ্গত, পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে এসেছেন বোল্ট। জাতীয় দলের হয়ে নিজের সময় অনুযায়ী ও পছন্দমতো টুর্নামেন্টে খেলতে পারবেন তিনি। গতবছরের সেপ্টেম্বর মাসে শেষবার নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে।