Umran Malik: ভারতের পেস সেনসেশন উমরান মালিককে বিশেষ পরামর্শ কিংবদন্তি ব্রায়ান লারার

Brian Lara: ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ টিমে উমরান মালিককে খুব কাছ থেকে দেখেছেন। তাই তিনি এ বার টিম ইন্ডিয়ার পেস সেনসেশনকে বিশেষ পরামর্শ দিয়েছেন।

Umran Malik: ভারতের পেস সেনসেশন উমরান মালিককে বিশেষ পরামর্শ কিংবদন্তি ব্রায়ান লারার
Umran Malik: ভারতের পেস সেনসেশন উমরান মালিককে বিশেষ পরামর্শ কিংবদন্তি ব্রায়ান লারার Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 9:21 AM

নয়াদিল্লি: আইপিএলের মঞ্চ থেকে তাঁর উত্থান। তাঁর গতির ঝড় তোলা দেখে মুগ্ধ হয়েছিলেন দেশ-বিদেশের ক্রিকেটাররা। কিন্তু শুধু গতি দিয়ে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের চাপে ফেলা যায় না। এমনটা বলছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। আর কথাগুলো তিনি বলেছেন ভারতীয় পেস সেনসেশন উমরান মালিককে (Umran Malik)। বর্তমানে উমরান মালিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় টিমের সঙ্গে রয়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি ওডিআই ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কোনও উইকেট পাননি। তৃতীয় ওডিআইতে তিনি ভারতের একাদশে ছিলেন না। চলতি টি-২০ সিরিজের প্রথম ৩ ম্যাচেও তিনি সুযোগ পাননি। কোথায় উন্নতি করলে আরও সাফল্য পাবেন উমরান? এই নিয়ে যা বললেন ব্রায়ান লারা, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২ সালের আইপিএলে উমরান মালিক ২২টি উইকেট নিয়েছিলেন। কিন্তু ২০২৩ এর আইপিএলে ৮ ম্যাচে মাত্র ৫টি উইকেট নিতে পেরেছিলেন উমরান। কিংবদন্তি ব্রায়ান লারা ভারতীয় তরুণ ক্রিকেটার উমরান মালিককে বিশেষ পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ওয়াসিম আক্রম, ম্যালকম মার্শালের মতো উমরানকে নিজের বোলিংয়ে আরও বৈচিত্র আনতে হবে। বিশেষ কৌশল অবলম্বন করতে হবে।

লারা বলেন, ‘নিঃসন্দেহে উমরান ভারতীয় টিমের সেনসেশন। কিন্তু ওকে বুঝতে হবে বিশ্বের সেরা ক্রিকেটারদের জোরে বোলিং খুব একটা চাপে ফেলতে পারে না। তাই ওর নিজের বোলিংকে উন্নত করতে হবে। বল দিয়ে আলাদা কিছু করতে জানতে হবে ওকে। বুঝতে হবে কখন গতি বাড়ানো দরকার। ওর মতো তরুণের সামনে এখন অনেক সুযোগ আসবে। তা কাজে লাগাতে হবে।’

সানরাইজার্স হায়দরাবাদে খেলার সুবাদে প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেইল স্টেইনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন উমরান। স্টেইন হায়দরাবাদের বোলিং কোচ। তাঁর কাছ থেকে উমরান অনেক কিছু শিখেছেন। উমরান ভালো পারফর্ম করলে ডাগআউট থেকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছে স্টেইনকে। লারা আশাবাদী স্টেইনের কাছ থেকে এখনও অনেক কিছু শেখার রয়েছে উমরানের।