Ravichandran Ashwin: মর্গ্যান বিতর্কে জল ঢাললেন অশ্বিন

মর্গ্যান (Morgan)-অশ্বিন (Ashwin) ঝামেলাকে অবশ্য উস্কে দিয়েছিলেন দীনেশ কার্তিক (Kartik)। মাঠে কী কারণে ঝামেলা হয়েছিল, তা স্পষ্ট করে দিয়েছিলেন। যে কারণে বীরেন্দ্র শেওয়াগের মতো প্রাক্তন ক্রিকেটার কার্তিককেই 'আসল দোষী' বলেছিলেন।

Ravichandran Ashwin: মর্গ্যান বিতর্কে জল ঢাললেন অশ্বিন
বিতর্ক নয়, পারফরম্যান্সে নজর অশ্বিনের। সৌ: আইপিএল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2021 | 5:03 PM

দুবাই: কেকেআর (KKR) ক্যাপ্টেন ইওন মর্গ্যান (Morgan) ও টিম সাউদির সঙ্গে মাঠে ঝামেলার রেশ এখনও কাটেনি। তবে রবিচন্দ্রন অশ্বিন (Ashwin) বিতর্কে জল ঢালার চেষ্টা করলেন। বলে দিলেন, তিনি কোনও ভাবেই এই ঝামেলা এগিয়ে নিয়ে যেতে রাজি নন।

চেন্নাইয়ের বিরুদ্ধে আগের রাতে দুরন্ত জিতেছে দিল্লি। ২০ পয়েন্ট নিয়ে লিগ (IPL) টেবলের মগডালে উঠে পড়েছে তারা। ম্যাচের পর প্রেস মিটে অশ্বিন ওই বিতর্ক নিয়ে বলেছেন, ‘দেখুন, এটা কোনও ভাবেই ব্যক্তিগত ঝামেলা (personal battle) নয়। কিংবা একে অপরের বিরুদ্ধে ঝামেলা চাইছি না। অনেকে ব্যাপারটা এ ভাবেই দেখতে বা নিতে চাইছেন, তাদের বলি, আমি কিন্তু ব্যাপারটা এ ভাবে দেখছি না।’

কেকেআরের বিরুদ্ধে একটা ওভার থ্রো নিয়ে ঝামেলার সুত্রপাত হয়েছিল। পন্থের গায়ে লাগে বাউন্ডারি থেকে করা ওই থ্রো। যা থেকে রান নিয়েছিলেন অশ্বিন-পন্থ। মর্গ্যান ও সাউদি এ নিয়ে ঝামেলা শুরু করেন। ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে, এমনও বলা হয়েছিল। যা নিয়ে তীব্র চটে গিয়েছিলেন অশ্বিন। ঘটনা হল, ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারি থেকে করা একটা থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে যায়। তখন মর্গ্যান ছিলেন টিমের ক্যাপ্টেন। ক্রিকেট স্পিরিটের কথা সে দিন বলেননি কেন? ক্রিকেটের স্পিরিট নিয়ে অশ্বিনকে তাঁরা কী করে জ্ঞান দিচ্ছেন, অবাক হয়ে গিয়েছিলেন ভারতীয় স্পিনাররা।

অশ্বিন বলেছেন, ‘আমি জানতাম না যে থ্রোটা পন্থের গায়ে লেগেছে। তাই আমার মনে হয়েছিল, ওরা ঠিক করে নিয়েছে কী করবে, বা বলবে। সেই কারণেই আমি ওই শব্দগুলো ব্যবহার করেছিলাম।’

মর্গ্যান-অশ্বিন ঝামেলাকে অবশ্য উস্কে দিয়েছিলেন দীনেশ কার্তিক (Kartik)। মাঠে কী কারণে ঝামেলা হয়েছিল, তা স্পষ্ট করে দিয়েছিলেন। যে কারণে বীরেন্দ্র শেওয়াগের মতো প্রাক্তন ক্রিকেটার কার্তিককেই ‘আসল দোষী’ বলেছিলেন। অশ্বিন অবশ্য বলছেন, ‘আমাদের প্রত্যেকের যে আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, সেটা বুঝতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা অধিকার রয়েছে। ইংল্যান্ডে কিন্তু ক্রিকেট অন্য ভাবে শেখানো হয়। ভারতে আবার সেই শেখানোর ধারাটা অন্য। এই দুই দেশে ক্রিকেট নিয়ে অন্যরকম ভাবা হয়। আমি এটা বলিনি যে, কে কী ভুল করেছে। আমি শুধু বলার চেষ্টা করেছিলাম, ১৯৪০ সালে যে ভাবে ক্রিকেটটা খেলা হত, এখনও সে ভাবে খেলা সম্ভব নয়।’

আরও পড়ুন: IPL 2021: অস্ট্রেলিয়ার মতোই আমাকে ব্যবহার করছে টিম, বলছেন ম্যাক্সওয়েল