T20 Champion: দিল্লিতে টিম, মুম্বইতে রেডি চ্যাম্পিয়নদের হুডখোলা বাস; দেখুন ভিডিয়ো
ICC MEN’S T20 WC 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হতাশাগুলোই যেন পারফরম্যান্সে বেরিয়ে এসেছে। দলের প্রত্যেকেই অবদান রেখেছেন। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। সেলিব্রেশনটাও জোরদার হওয়া প্রয়োজন। আজ দেশে ফেরার পরই দিনভর নানা অনুষ্ঠান রয়েছে। দিল্লি পর্ব শেষ করেই মুম্বই রওনা হবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
সকালেই দেশে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়েছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছে ভারত। সব মিলিয়ে দীর্ঘ ১১ বছর পর আইসিসি ট্রফি জয়। শেষ বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। তার আগে ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এক যুগ পর আবারও সেই সুযোগ এসেছিল টিম ইন্ডিয়ার কাছে। গত বছর টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এমন প্রত্যাশাই ছিল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই সেলিব্রেশনটা যেন তোলা ছিল…।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ান ডে বিশ্বকাপ। অল্প সময়ের ব্য়বধানে দুটো আইসিসি ট্রফির কাছ থেকে ফিরে সাময়িক হতাশা গ্রাস করেছিল টিম ইন্ডিয়াকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হতাশাগুলোই যেন পারফরম্যান্সে বেরিয়ে এসেছে। দলের প্রত্যেকেই অবদান রেখেছেন। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। সেলিব্রেশনটাও জোরদার হওয়া প্রয়োজন। আজ দেশে ফেরার পরই দিনভর নানা অনুষ্ঠান রয়েছে। দিল্লি পর্ব শেষ করেই মুম্বই রওনা হবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। টিভিতে ম্যাচ দেখেছেন, ক্রিকেট প্রেমীরা এ বার সুযোগ পাবেন অনেকটা সামনে থেকে বিশ্বকাপ ট্রফি দেখার। শুধু তাই নয়, হুডখোলা বাসে ট্রফি প্যারেড রয়েছে ভারতীয় দলের। সেই বাসও রেডি। নীল রঙের বাস। চ্যাম্পিয়ন টিমের ছবি। ক্যাপ্টেন রোহিত শর্মা হাতে ট্রফি। সব আয়োজনই রেডি। কেমন ভাবে সাজানো হয়েছে সেই বাস? রইল তার ভিডিয়ো…
INDIAN TEAM BUS FOR THE VICTORY PARADE. 🔥
– It’s time for celebration in Mumbai. pic.twitter.com/6TYvqgWAgE
— Johns. (@CricCrazyJohns) July 4, 2024