MS DHONI: দেশে চ্যাম্পিয়ন উৎসব, বাড়িতে বিশেষ সেলিব্রেশনে ধোনি
ICC MEN’S T20 WC 2024: জন্মদিনের আগেই উপহার পেয়ে গিয়েছেন মাহি। সে কথা জানিয়েওছেন। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দীর্ঘ ১৭ বছর পর এই ফরম্যাটে দ্বিতীয় ট্রফি এসেছে রোহিত শর্মার নেতৃত্বে। আজকের দিনটাও স্পেশাল। সকল ভারতবাসীর কাছে। তেমনই মহেন্দ্র সিং ধোনির কাছেও।
তিন দিন পর, অর্থাৎ ৭ জুলাই তাঁর জন্মদিন। তাঁর বলতে! মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। জন্মদিনের আগেই উপহার পেয়ে গিয়েছেন মাহি। সে কথা জানিয়েওছেন। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দীর্ঘ ১৭ বছর পর এই ফরম্যাটে দ্বিতীয় ট্রফি এসেছে রোহিত শর্মার নেতৃত্বে। আজকের দিনটাও স্পেশাল। সকল ভারতবাসীর কাছে। তেমনই মহেন্দ্র সিং ধোনির কাছেও। সকালেই দেশে ফিরেছে বিশ্বজয়ী চ্যাম্পিয়ন টিম। টি-টোয়েন্টিতে দেশের বিশ্বজয়ী অধিনায়ক ধোনির কাছে আরও একটা কারণে আজকের দিনটা স্পেশাল। তাঁর বিবাহ বার্ষিকী।
চ্যাম্পিয়ন হওয়ার পরও দেশে ফিরতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে ভারতীয় দলকে। বার্বাডোজে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বেরিল। দীর্ঘ সময়েরর জন্য জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এলাকা লকডাউন ছিল। সব প্রতিকূলতা কাটিয়ে বিশেষ বিমানে অবশেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। দিনভর প্রবল ব্যস্ততায় কাটবে রোহিত-বিরাটদের। প্রথম বার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, সেই টিমের তরুণ সদস্য ছিলেন রোহিত শর্মা। এ বার তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন।
সারা দেশেই চ্যাম্পিয়নদের জন্য উৎসবের মেজাজে। দেশের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের কাছেও বড় উৎসব। একদিকে তাঁর সতীর্থ, উত্তরসূরিদের চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা, অন্য দিকে বিবাহ বার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় ধোনির ভিডিয়ো ভাইরাল। বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করছেন মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন।
বিকেলে মুম্বইতে রোহিতদের জন্য় বিরাট আয়োজন। হয়তো আর দশটা সাধারণ মানুষের মতো টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন মহেন্দ্র সিং ধোনিও। চ্যাম্পিয়ন ভারতীয় দলের বাস প্যারেড দেখতে। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পরও এমন হয়েছিল। ধোনি হয়তো কিছুক্ষণের জন্য ভেসে যাবেন, তাঁর ‘সময়ে’।
Happy 15th Wedding Anniversary MS Dhoni & Sakshi 😍💛#MSDhoni #Sakshi #WhistlePodu 🎥 Bhavya Dewan pic.twitter.com/7K6PMCz2SB
— WhistlePodu Army ® – CSK Fan Club (@CSKFansOfficial) July 4, 2024