T20 World Cup 2022: বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে টিকে রইল পাকিস্তান

Pakistan: বৃষ্টি এবং পাকিস্তানের মিডল অর্ডারের কাছেই মূলত খাবি খেল দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে পাকিস্তানের জয়ের নায়ক শাদাব খান।

T20 World Cup 2022: বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে টিকে রইল পাকিস্তান
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2022 | 6:35 PM

সিডনি : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এ দিন জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হত দক্ষিণ আফ্রিকার (South Africa)। তেমনই হারলেই বিদায় নিশ্চিত ছিল পাকিস্তানের (Pakistan)। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন লাইফ লাইন পেল পাকিস্তান। ব্যাটে-বলে তাদের জয়ের নায়ক শাদাব খান। জিততে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৪১ রান। সে খান থেকে ম্যাচ জেতা সম্ভব ছিল না। বৃষ্টি এবং পাকিস্তানের মিডল অর্ডারের কাছেই মূলত খাবি খেল দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৩ রানে জিতল পাকিস্তান। এই গ্রুপের পরিস্থিতি এখন কী? ম্যাচ সহ বাকি পরিস্থিতি তুলে ধরল TV9 Bangla

গ্রুপ ২-তে প্রতিটি দলের ৪টি করে ম্যাচ শেষ হয়েছে। আরও একটি করে ম্যাচ বাকি। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫-ই থাকল। দ্বিতীয় ম্যাচ জয়ে পাকিস্তানের পয়েন্ট ৪ হল। যদিও নেট রান রেটে দক্ষিণ আফ্রিকার থেকে সামান্য পিছিয়ে তৃতীয় স্থানেই থাকল পাকিস্তান। শেষ ম্যাচই এখন সেমিফাইনাল লাইন আপ নিশ্চিত করবে এই গ্রুপ থেকে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পাকিস্তান। যদিও পরিস্থিতি সামাল দেয় মিডল অর্ডার। ইফতিকার আহমেদের অর্ধশতরান (৫১) এবং শাদাব খানের ঝোড়ো অর্ধশতরানের (২২ বলে ৫২) সৌজন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় নেমে শুরুতেই কুইন্টনের উইকেট হারায়। বৃষ্টিতে সাময়িক খেলা বন্ধের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৯ ওভারে ৬৯-৪। বৃষ্টির আগে শাদাবের ওভারে জোড়া উইকেট হারানোয় চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির পর খেলা শুরু হলে লক্ষ্য বদলায় দক্ষিণ আফ্রিকার। ১৪ ওভারে লক্ষ্য় দাঁড়ায় ১৪২। অর্থাৎ বাকি ৫ ওভারে ৭৩ রান করতে হত প্রোটিয়াদের। ত্রিস্তান স্টাবস এবং হেনরিখ ক্লাসেনের কাছে বিধ্বংসী ব্যাটিং ছাড়া উপায় ছিল না। ক্লাসেন ৯ বলে ১৫ রানে ফেরেন। ওয়েন পার্নেলেও দ্রুত ফেরেন। ভরসা ছিলেন স্টাবস। নাসিম শাহ-র বোলিংয়ে পুল শটে নওয়াজের ক্যাচে তিনি ফিরতেই আশাহত হয় দক্ষিণ আফ্রিকা। শেষ অবধি ১৪ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৮ রানে পৌঁছাতে পারে দক্ষিণ আফ্রিকা।