Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: ওরা খেলে কম, বকবক করে বেশি… পাক ক্রিকেটারদের ধুয়ে দিলেন সে দেশের প্রাক্তনী

বর্তমানে রীতিমতো ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন বাবর। যে কারণে প্রবল সমালোচিতও হচ্ছেন। তাঁর শেষ ১৬টি টেস্ট ইনিংসে একটিও নেই হাফসেঞ্চুরি। এই পরিস্থিতিতে সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা রীতিমতো আঙুল তুলছেন পাক ক্রিকেটারদের দিকে।

Pakistan Cricket: ওরা খেলে কম, বকবক করে বেশি... পাক ক্রিকেটারদের ধুয়ে দিলেন সে দেশের প্রাক্তনী
Pakistan Cricket: ওরা খেলে কম, বকবক করে বেশি... পাক ক্রিকেটারদের ধুয়ে দিলেন সে দেশের প্রাক্তনীImage Credit source: @TheRealPCB X
Follow Us:
| Updated on: Sep 16, 2024 | 5:50 PM

কলকাতা: পাকিস্তানের ক্রিকেটারদের হলটা কী! বিশেষ করে চর্চা হচ্ছে পাক তারকা বাবর আজমকে নিয়ে। রীতিমতো ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন বাবর। যে কারণে প্রবল সমালোচিতও হচ্ছেন। তাঁর শেষ ১৬টি টেস্ট ইনিংসে একটিও নেই হাফসেঞ্চুরি। এই পরিস্থিতিতে সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা রীতিমতো আঙুল তুলছেন পাক ক্রিকেটারদের দিকে। এ বার প্রাক্তন পাকিস্তানের (Pakistan) তারকা ইউনিস খান (Younis Khan) তো বলেই দিলেন, ‘আমাদের প্লেয়াররা খেলে কম, বকে বেশি।’ আর কী বললেন তিনি?

বাবরের এই অফ ফর্ম দেখে পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ইউনিস খান বলেন, ‘যদি বাবর আজম এবং দলের বাকি সেরা প্লেয়াররা মাঠে সেরাটা তুলে ধরতে পারে, তা হলে ফলাফলটা অন্য হত। আর এখন ফলাফলটা কেমন, তা সকলের কাছে পরিষ্কার। আমাদের প্লেয়াররা খেলেন কম, কথা বলেন বেশি।’

প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খান একইসঙ্গে বাবরকে পরামর্শ দিয়েছেন বিরাটের কাছ থেকে তাঁর অনেক কিছু শেখার রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরাট কোহলিকে দেখো। নিজের ইচ্ছেতে নেতৃত্ব ছেড়েছিল ও। আর এখন ও বিশ্বজুড়ে রেকর্ড গড়ে চলেছে। এর থেকে প্রমাণ হয়, দেশের হয়ে খেলার গুরুত্ব ঠিক কতখানি। আর তারপর যদি এনার্জি বেঁচে থাকে, তা হলে নিজের জন্য খেলতে হবে।’

বাবরকে পাকিস্তানের টিমের অধিনায়ক বানানো হয়েছিল যে সময়, তখন তাঁর ব্যাটে রান ছিল। তিনি ছন্দে ছিলেন। কিন্তু ধারাবাহিকতা না দেখাতে পারলে, রান না পেলে সমালোচনা তো শুনতেই হবে। ঠিক যেমনটা এখন হচ্ছে। ইউনিস এও জানান, অল্প সময়ে অনেক কিছু অর্জন করেছেন বাবর। তাঁর উচিত এই সব সমালোচনা থেকে বেরিয়ে ভালো খেলা, পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে সাহায্য করা।